/চাহিদা বলতে কী বুঝায় (Demand) ও চাহিদার বিধির শর্তসমূহের আলোচনা
সাধারণত কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে)। কিন্তু অর্থনীতিতে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা চাহিদা হিসেবে গণ্য হয় না। ধরা যাক, একজন ভিক্ষুক মোটর সাইকেল ক্রয় করতে চায়। কেননা সে মোটর সাইকেলে অধিক সংখ্যক বাড়িতে যেয়ে ভিক্ষা করতে পারবে। কিন্তু তার এ মোটর সাইকেল ক্রয়ের ইচ্ছা কখনই চা*হি*দা নয়। কারণ তার মোটর সাইকেল ক্রয়ের সামর্থ্য নেই। আবার, একজন ধনী অথচ কৃপণ ব্যক্তি অনেক দামি গাড়ি কিনতে চাইলেও সে ক্রয় করে না। কারণ সে ঐ দামে গাড়ি কিনতে রাজি নয়। অর্থাৎ অর্থ ব্যয় করার সামর্থ্য থাকলেও তার অর্থ ব্যয় করার ইচ্ছা নেই। সুতরাং, ঐ গাড়ি পাওয়ার আকাঙ্ক্ষা চা*হি*দা নয়।
অতএব, চাহিদার সংজ্ঞায় বলা যায়, উপযুক্ত দ্রব্যসমূহ ক্রয় ক্ষমতা ও সেই দ্রব্যসমূহ অর্থ ব্যয় করে ক্রয় করার ইচ্ছা সম্পর্কিত মানুষের আকাঙ্ক্ষাকে চা*হি*দা বলে।
আকাঙ্ক্ষা অথবা ইচ্ছাকে চাহিদা বলতে হলে নিচের শর্তগুলো পালন করতে হবে। যথা:
ক. যে কোনো দ্রব্য ক্রয় করার বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা ।
খ. আকাঙ্ক্ষার পিছনে অবশ্যয় দ্রব্যটি ক্রয়ের সামর্থ্য বা ক্রয়ক্ষমতা থাকতে হবে।
গ. দ্রব্যটি ক্রয় করার ক্ষেত্রে অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে।
ঘ. একটি নির্দিষ্ট সময়ের জন্য চাহিদা (Demand for a Definite Time )। অতএব, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে, একটি নির্দিষ্ট সময়ে, একটি নির্দিষ্ট দামে ভোক্তা কোনো দ্রব্য বা সেবার যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক তাকে চা*হি*দা বলে।)
চাহিদা বিধি (Law of Demand)
সকল দ্রব্যের চাহিদা দামের ওপর নির্ভরশীল (অন্যান্য অবস্থা স্থির থেকে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চা*হি*দা বাড়ে। দাম ও চাহিদার মধ্যে এ বিপরীত সম্পর্ক যখন কোনো বিধির মাধ্যমে দেখানো হয় তখন তাকে চা*হি*দা বিধি বলে।
অপেক্ষকের মাধ্যমে চাহিদা বিধির প্রকাশ: Qa = (P) যেখানে, Qa = চাহিদার পরিমাণ (Quantity of demand), f = অপেক্ষক (Function), P = দাম (Price) অধ্যাপক ডোমেনিক স্যালভেটর (Dominick Salvator) -এর মতে, “দাম ও চাহিদার পরিমাণের মধ্যে বিপরীত সম্পর্কে চা*হি*দা বিধি বলে, যা কিনা চা*হি*দা রেখার ঋণাত্মক ঢালের মাধ্যমে প্রকাশ করা হয়।
চাহিদা বিধিতে অন্যান্য অবস্থা স্থির (ceteris paribus) বলতে যা বোঝানো হয়েছে তার নিম্নরূপ:
ক.সর্বদা ভোক্তার আয়, রুচি ও অভ্যাস অপরিবর্তিত থাকবে।
খ. ভোক্তার মধ্যে যুক্তিশীল আচরণের জ্ঞান থাকতে হবে।
গ. বিবেচিত দ্রব্যের সাথে সম্পর্কিত অন্যান্য সকল দ্রব্যের দাম স্থির থাকতে হবে।
ঘ. সর্বদা ভোক্তার সংখ্যা স্থির থাকতে হবে। ড. সময় স্থির ইত্যাদিকে বোঝায়।
উক্ত শর্তাসমূহের ভিত্তিতে চা*হি*দা বিধিকে চা*হি*দা সূচি ও চাহিদা রেখার মাধ্যমে ও প্রকাশ করা যায়।