ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
ইন্ডিয়ান ভিসা করতে কত টাকা লাগে
এখন খুব সহজেই ঘরে বসে আপনার ইন্ডিয়ান ভিসা আবেদনের অবস্থা জানতে পারবেন। দেখে নিন ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ কি কি। এক দেশ থেকে অন্য দেশে যেতে আমাদের ভিসা সংগ্রহ করতে হয়। কিন্তু ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে অনেক সময় আমাদের এজেন্সি কিংবা এজেন্ট দ্বারা প্রতারণা হওয়ার ঘটনা আগে অনেক ঘটেছে। কখনো কখনো এজেন্টরা জাল ভিসা প্রদান করে থাকে অতঃপর যাত্রীরা তাদের কাঙ্খিত দেশে যেতে পারে না বা যেতে অনেক সমস্যা হয়। এছাড়াও ভিসা প্রসেসিং করা হয়ে গেলেও অনেক সময় এজেন্টের মাধ্যমে ভিসা হাতে পেতে অনেক দেরি হয়।
এজন্য অনলাইনে ভিসা প্রসেসিং এর স্ট্যাটাস জানার মাধ্যমে আমরা চাইলে সেই প্রতারণার হাত থেকে সতর্ক হতে পারি। এছাড়াও ভিসা প্রসেসিং শেষ হলে তাড়াতাড়ি ভিসা হাতে পেয়ে কাজ শুরু করা যাবে। মোটামুটি বিশ্বের প্রায় সকল দেশের অনলাইনে ভিসা চেক করার সুবিধা হয়েছে। তবে আজ আমরা আলোচনা করব ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ সম্পর্কে। পাশাপাশি জানতে পারবেন ইন্ডিয়ান ভিসা করতে কত টাকা লাগে বা ইন্ডিয়ান ভিসা পেতে কতদিন লাগে সে সম্পর্কেও।
আসুন দেখে নেই অনলাইনে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ সম্পর্কে বিস্তারিত প্রক্রিয়া।
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩
ইন্ডিয়ান ফিশ আছে করার জন্য আমাদেরকে প্রথমে ভিজিট করতে হবে https://www.passtrack.net/ ওয়েবসাইটে। ভিসার ধরন অনুযায়ী Regular Visa Application বা Port Endorsement, RAP/PAP ক্লিক করতে হবে। এবার ক্যাপচা লিখুন এবং আপনার ভিসা আবেদনের Web File No লিখে সাবমিট করার পরেই ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন।
আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ নেই। ভিসা চেক করার জন্য Visa Application এর প্রিন্ট কপির বাম পাশে লেখা Web File No থেকে অনলাইনে ভিসা চেক করতে হয়।
ইন্ডিয়া আমাদের প্রতিবেশীদের। অন্যান্য দেশের থেকে ইন্ডিয়াতে যাওয়া তুলনামূলকভাবে বেশ সহজ। তবে এখানে আমাদেরকে ভিসা প্রসেসিং করতে হয়। ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করার জন্য কমপক্ষে ৩-৭ কর্ম দিবস সময় লেগে থাকে।
আপনার ভিসার আবেদন ট্র্যাক করার জন্য www ivacbd com ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ সম্পর্কে সম্পূর্ণ টিউটোরিয়াল নিচে দেওয়া হল চাইলে দেখে নিতে পারেন।
ধাপ ১: ইন্ডিয়ান ভিসা চেক করার জন্য প্রথমেই আপনাকে ভিজিট করতে হবে https://www.passtrack.net এই ওয়েবসাইটে। এবার বাম দিকে মেনুতে অনেকগুলো অপশন দেখতে পারবেন তার মধ্যে থেকে তিন নম্বর অপশনটি ক্লিক করতে হবে। অর্থাৎ ভিসা আবেদন ট্রাক অপশনে ক্লিক করতে হবে
ধাপ ২: আপনার আবেদন ট্রাকিং এর জন্য এখানে ক্লিক করুন লেখাটির উপরে ক্লিক করতে হবে অথবা চাইলে সরাসরি এই লিংকে ভিজিট করতে পারেন https://www.passtrack.net/
অপশনটিতে ক্লিক করার পরে আপনি নতুন একটি পেজে ওপেন হবেন। এখানে দুটি অপশন দেখতে পাবেন Regular Visa Application এবং Port Endorsement. আপনার ভিসার ধরন অনুসারে দুটি অপশনে যে কোন একটি সিলেক্ট করতে হবে। সাধারণ ভিসার জন্য রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে।
ধাপ ৩: এখানে Please Type Above Codeএকটা ক্যাপচা দেওয়া রয়েছে সেটি ওখানে লিখতে হবে সঠিকভাবে। ক্যাপচা লিখতে ভুল হলে আপনি ফলাফল দেখতে পাবেন না। প্রয়োজনে Change Text এ ক্লিক করে লেখাটি পরিবর্তন করে নিতে পারেন যদি আপনার বুঝতে সমস্যা হয়।
তারপর Web File Number এ আপনার ভিসা অ্যাপ্লিকেশন নম্বরটি লিখে দিতে হবে এবং Submit বাটনে ক্লিক করতে হবে। Web File Number টি আপনার Visa Application Form এর বাম পাশে লম্বালম্বি ভাবে প্রিন্ট করা থাকবে। নিজের ছবিতে তার একটি স্যাম্পল দেখতে পারবেন।
সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ওয়েব ফাইল নাম্বার এবং ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন খুব সহজেই। ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ গুলো উপরে টিউটোরিয়াল হিসেবে দেওয়া হয়েছে আশা করি বুঝতে কোন সমস্যা হবে না। নিচে ভিসা স্ট্যাটাস দেখার কিছু দেয়া হলো
- স্টেপ ১- আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হলে Done লেখা আসবে।
- স্টেপ ২- আপনার অ্যাপ্লিকেশনটি হাইকমিশনে পাঠানো হয়েছে কিনা সেটি দেখতে পারবেন Done লেখা থাকলে।
- স্টেপ ৩- আপনার অ্যাপ্লিকেশন ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত থাকলে সেটিও বুঝতে পারবেন Done লেখা থাকলে।
- স্টেপ ৪- আপনার ভিসা ডেলিভারি দেয়া হলে স্ট্যাটাস Done লেখা থাকবে অন্যথায় তা খালি ঘর দেখা যাবে।
পাসপোর্ট কিংবা ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যের আপডেট জানতে আমাদের ওয়েব সাইটে নিয়ন্ত্রণ ভিজিট করুন। এছাড়া প্রকাশিত হওয়ার সাথে সাথে সকলে প্রশ্নের আপডেট পেতে আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারেন।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা চালু আছে কি? – ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
বর্তমান সময়ে বিশ্বের প্রায় সকল দেশে ভিসা চালু করা হয়েছে। করোনা কালীন সময়ে ১১ দেশে ভিসা বন্ধ করা হয়েছিল। তবে তার কয়েক মাস বা এক বছর পর নতুন করে ভিসা চালু হয়েছে এবং এই ভিসার খরচ বৃদ্ধি করা হয়েছে আগে তুলনায় অনেক। আপনি যদি ইন্ডিয়াতে টুরিস্ট ভিসায় যেতে চান তবে যেতে পারেন। খুব দ্রুত ভিসা বানিয়ে দেওয়া যাবে বর্তমান সময়ে।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ
যে কোন কাজের জন্য একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। এ নিয়মের মধ্য দিয়ে সে কাজটি সম্পন্ন করতে হয়। ঠিক তেমনিভাবে ভিসা এবং পাসপোর্ট এর জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে যেগুলো মেনে আপনাকে ভিসা বানাতে হবে। ভিসা বানানোর জন্য দরকার প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস। ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো সম্পর্কে নিচে তালিকা করে দেওয়া হল।
- ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে একটি পাসপোর্ট বানানো
- আবেদন করার সময় একটি রঙিন ছবি ও আরেকটি চার সাইজের ছবি, মোট দুই কপি ছবি প্রয়োজন হবে।
- স্মার্ট কার্ড, বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন হবে। এগুলো যদি না থাকে তাহলে জন্ম সনদের ফটোকপি জমা দিতে হবে।
- বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল ইত্যাদি যেকোনো একটি বিলের কাগজ ভিসার জন্য প্রয়োজন হতে পারে।
- আপনার কাজের বিষয় কিংবা আপনি যে পেশায় যুক্ত রয়েছেন বর্তমানে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রয়োজন হবে।
- কিংবা ইন্টারন্যাশনাল কার্ডের ফটোকপি প্রয়োজন হতে পারে অর্থাৎ ভিসার জন্য আপনার ব্যাংকের কিছু ডকুমেন্ট লাগবে।
- পাসপোর্ট ও ডাটা পেজের ফটোকপি প্রয়োজন হতে পারে এবং এর আগে যদি আপনি ইন্ডিয়া গিয়ে থাকেন সেই পূর্বের ভিসার ফটোকপি আপনি জমা দিবেন।
- ইন্ডিয়ার আগের যেকোনো পাসপোর্ট যদি আপনার কাছে থেকে থাকে আর যদি সেই পুরাতন পাসপোর্ট হারিয়ে যায় তবে জিডি কপি আপনাকে জমা দিতে হবে।
- সবকিছু ঠিক থাকলে আবেদন করার ৭ থেকে ১৫ দিনের মধ্যে আপনি ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেয়ে যাবেন।
ইন্ডিয়ান ভিসা করতে কত টাকা লাগে
পূর্বের বছরগুলো থেকে ২০২৩ সালের ভিসার খরচ কিছুটা বেড়েছে। যেখানে পূর্বের সময়গুলোতে ৪০০০ টাকার মধ্যে আপনি ইন্ডিয়ান টুরিস্ট ভিসা হাতে পেয়ে যেতেন। সেখানে এখন ভিসা বানানোর সকল খরচ বৃদ্ধি পেয়েছে। ৬০০ টাকার ভিসার চার্জ এখন দাঁড়িয়েছে ৮০০ টাকায়। ট্রাভেল ট্যাক্স ৫০০ থেকে ৬০০ টাকা বা ৭০০ টাকা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৫০০ থেকে ১০০০ টাকা বাড়ানো হয়েছে ইন্ডিয়ান ভিসায়।
পরিশেষে
আমাদের আজকের আলোচনায় বিষয়টি ছিল ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৩ সম্পর্কে। উপরে কিভাবে আপনি ইন্ডিয়ান ভিসা চেক করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া রয়েছে। ইন্ডিয়ান ভিসা আসল কি নকল, ভিসা স্ট্যাটাস, ভিসা পেজে কত দিন সময় লাগবে ইত্যাদি সকল বিষয় সহজে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ইন্ডিয়ান ভিসা করতে কত টাকা লাগে, ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ এবং ইন্ডিয়ান টুরিস্ট ভিসা চালু আছে কি না সে সম্পর্কেও তথ্য দেওয়া রয়েছে। আশা করি সম্পূর্ণ পোস্টটি পড়ার পর এ সকল বিষয় সম্পর্কে আপনার কোন মতামত থাকবে না। যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোন প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন। আমাদের টিম আপনার প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করবে।