বিজ্ঞানের দর্শন
বিজ্ঞানের দর্শন হলো বৈজ্ঞানিক অনুসন্ধান ও বৈজ্ঞানিক প্রক্রিয়ার উপাদানগুলোকে দর্শনের দৃষ্টিভঙ্গিতে অধ্যয়ন করা। বিজ্ঞানের অনুশীলন ও লক্ষ্যগুলোর অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব এবং নীতিবিদ্যা সংশ্লিষ্ট বিশ্লেষণ জ্ঞানের এ শাখায় প্রাধান্য পায়। সাধারণভাবে বিজ্ঞান নিয়ে আলোচনার পাশাপাশি অনেক দার্শনিক আবার বিজ্ঞানের নির্দিষ্ট শাখাগুলোকেও দর্শনের দৃষ্টিতে বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা অনুভব করেন। যে কারণে পদার্থবিজ্ঞানের দর্শন বা জীবনবিজ্ঞানের দর্শনের মতো ক্ষেত্রগুলোর জন্ম হয়েছে।
বিজ্ঞানের দার্শনিক আলোচনা বিষয়ে স্বয়ং বিজ্ঞানীদের অবস্থান বেশ দ্বিধাবিভক্ত । একদিকে অনেক বিজ্ঞানী যেমন বিজ্ঞানের দর্শনে অবদান রেখেছেন অন্যদিকে অনেকে আবার এর সমালোচনাও করেছেন এবং বিজ্ঞানের জন্য এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যেমন বিখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান বলেছেন, পাখিদের জন্য পক্ষিবিদ্যার উপযোগিতা যতটুকু বিজ্ঞানের জন্য বিজ্ঞানের দর্শনের উপযোগিতা এর চেয়ে বেশি নয়। কিছু বিজ্ঞানী আবার ফাইনম্যানের এ উক্তির সমালোচনা করেছেন। যেমন অধিবিদ্যা ও জ্ঞানতত্ত্বের মার্কিন গবেষক জোনাথন শাফার বলেছেন, পক্ষিবিদ্যা পাখিদের জন্য সত্যিই উপকারী হতো যদি পাখিদের সে বিদ্যা আয়ত্ত করার ক্ষমতা থাকত।
আরো জানুন: