Sub-Heading
প্রশ্ন: হজ্জ্বের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব লিখ।
হজ্জের ধর্মীয় গুরুত্ব:
ধর্মীয় দৃষ্টিকোণ হতে হজ্জ্বের অনেক গুরুত্ব রয়েছে। যা নিম্নরূপ:
১. আল্লাহর নির্দেশ পালন:
মহান আল্লাহ প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের উপর জীবনে একবার হজ্জ ফরজ করেছেন। মহান আল্লাহ বলেন,
وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلْبَيْتِ مَنِ ٱسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً
আর হজ্জ পালনের মাধ্যমে আল্লাহর যে নির্দেশ পালিত হয়।
২. আল্লাহর সন্তুষ্ট অর্জন:
মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে হজ্জ। যেমন: আল্লাহ তায়ালা বলেন,
وَأَذِّن فِى ٱلنَّاسِ بِٱلْحَجِّ يَأْتُوكَ رِجَالاً وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ
৩. ইবরাহীম ও ইসমাঈল (আ:) এর স্মৃতি স্মরক:
হজ্জের মাধ্যমে হযরত ইবরাহীম ও ইসমাঈল (আ:) এর আত্মত্যাগ ও কুরবানির চিত্র সকলের স্মৃতি পটে ভেসে উঠে। কুরআনের ভাষায়-
إِنَّ ٱلصَّفَا وَٱلْمَرْوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ
৪. নবী প্রেমের মূর্ত প্রতীক:
হজ্জের মাধ্যমে রাসূল (সা:)-এর স্মৃতিবিজরিত অনেকস্থান প্রত্যক্ষ করা যায়। এতে রাসূল (সা:)-এর প্রতি ভালবাসা বৃদ্ধি পায়। যেমন:
من احبنى كان معى فى الجنة
৫. পাপ মোচন:
যথাযথ হজ্জ পালনের কারনে মহান আল্লাহ তাঁর বান্দার সকল গুণাহ ক্ষমা করে জান্নাত দান করেন। যেমন-
الحج المبرور ليل له الجزاء إلا الجنة
হজ্জের সামাজিক বিধান:
১. বৈষম্য দূরীকরণ:
হজ্জ বৈসম্য দূরীকরণে একটি বিধানসম্মত আন্তর্জাতিক কর্মসূচি। এটি মুসলিম মিল্লাতের মধ্যকার সকল বণৃ, গোত্র ও জাতিগত বৈষম্য দূরীভূত করে। মাওলানা মুহাম্মদ আলী বলেন,No other institution in the world has the wonderful influence of the Hajj in levelling all distinctions of race, color and rank.
২. আন্তর্জাতিক ঐক্য সৃষ্টি:
হজ্জ হচ্ছে বিশ্বের মুসলমানের মধ্যে ঐক্য সৃষ্টির অন্যতম মাধ্যম। মহান আল্লাহ বলেন,
وَٱعْتَصِمُواْ بِحَبْلِ ٱللَّهِ جَمِيعاً
৩. পারস্পারিক ভাতৃত্ব সৃষ্টি:
হজ্জ বিশ্বভাতৃত্বের মহান শিক্ষা দেয়। যেমন মহান আল্লাহ বলেন,
وَأَذِّن فِى ٱلنَّاسِ بِٱلْحَجِّ يَأْتُوكَ رِجَالاً وَعَلَىٰ كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَميِقٍ
৪. সামাজিক শৃংখলা:
হাজিগণ হজ্জের সময় হজ্জের প্রতিটি কার্যাবলি নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে পালন করে শৃংখলার পরিচয় দেন। সমাজ জীবনে এ শৃংখলাবোধের গুরুত্ব সীমাহীন।
৫. বিশ্ব সম্মেলন:
হজ্জের সময় বিশ্বের মুসলিমগণ একত্র হন। যা মুসরিম উম্মাহর জন্য এক বিশ্ব সম্মেলন।
হজ্জ্বের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব এর উপর ভিত্তি করে নিচে একটি কুইজ দেওয়া আছে। নিচের কুইজটির উত্তর প্রদান করে নিজের দক্ষতা যাচাই করুন।
রিয়াজুলকে অনুসরণ করুন:
ইসলামিক স্টাডিজ বিভাগের সকল সাবজেক্ট এর উত্তর পত্র পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগ করার ঠিকানা: