?> AIDS এবং HIV কি? বিস্তারিত বর্ণনা। - Best Information
HIV এবং AIDS কি

AIDS এবং HIV কি? বিস্তারিত বর্ণনা।

AIDS এবং HIV কি

যে সকল জীবাণুর মাধামে এইডস হয় তাকে এইচ আই ভি বলা হয়। এইচ আই ভি (HIV) হলো, human immunodeficiency virus। এই ভাইরাসে আক্রান্ত হলে রোগীর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধিরে ধিরে কমে যায়।

এইডস (AIDS) কি?

AIDS হচ্ছে ভাইরাস দ্বারা সংক্রমিত একটি মারাত্নক যৌনবাহিত সংক্রমক রোগ । এ রোগ কতগুলো উপসর্গ ও লক্ষণের সমষ্টি । এইডস্ ইংরেজী চারটি শব্দের সমন্বয়। এর পূর্ণরূপ হচ্ছে- acquired immune deficiency syndrome এখানে –

Acquired (A) – শব্দের অর্থ হলো অর্জন করা অর্থাৎ মানুষ এই ধরনের রোগ অন্যের কাছ থেকে পায় বা অর্জন করে । immune (I) – শব্দের অর্থ হলো প্রতিরোধ। deficiency (D) – শব্দের অর্থ হলো অভাব । অর্থাৎ প্রতিরোধ ক্ষমতার অভাব । syndrome (S) – শব্দের অর্থ হলো অনেকগুলো রোগের লক্ষণ বা উপসর্গের সমষ্টি ।
AIDS জীবাণু কোথায় থাকে

  • মানুষের রক্তে
  • পুরুষের বীর্যে
  • নারীদের যোনী রসে

HIV ও AIDS প্রতিরোধ

AIDS প্রতিরোধ

  1. নিরাপদ যৌন অভ্যাস তৈরি করতে হবে ।
  2. এইডস জীবাণু দ্বারা আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনে বিরত থাকতে হবে।
  3. জীবাণুমুক্ত সিরিঞ্জ ও সূচ ব্যবহার করতে হবে।
  4. রক্ত গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করতে হবে।
  5. বহুগামিতা পরিহার করতে হবে।
  6. প্রতিবার যৌন মিলনের সময় কনডম ব্যবহার করার মাধ্যমে AIDS থেকে দূরে থাকা যায়

মনে রাখতে হবে – যেহেতু AIDS কোনো চিকিৎসা নেই তাই এর প্রতিরোধই হচ্ছে সর্বোত্তম প্রতিকার । অতত্রব, নিরাপদ যৌন অভ্যাস তৈরি করি, বহুগামিতা পরিহার করে, ধর্মীয় অনুশাসনে দাম্পত্য জীবনযাপন করে এবং রক্ত গ্রহণ ও প্রদানকালে সতর্কতা অবলম্বন করাই এইডস থেকে মুক্ত থাকার একমাত্র উপায় । HIV / AIDS আক্রান্ত ব্যক্তিকে কোনোভাবেই অবহেলা করা যাবে না । মানুষ হিসাবে তার সব অধিকার নিশ্চিত করা সকলের সামাজিক কর্তব্য ।

এইচআইভি ও এইডস সংক্রান্ত ভুল ধারণা

সারা বিশ্বে এইচআইভি ও এইডস সম্পর্কে অনেক ধরনের ভুল ধারণা প্রচলিত আছে।

  1. যৌনমিলনের পর যৌনাঙ্গ পরিস্কার করে ধুয়ে ফেললে HIV সংক্রমিত হয় না।
  2. হাঁচি ও কাশির মাধ্যমে এইচআইভি ছড়ায়।
  3. একত্রে খাবার খেলে , একই পুকুরে গোসল করলে এইচআইভি সংক্রমিত হতে পারে।

 

বৈষম্য ও অপবাদ

HIV / AIDS প্রতিরোধ ও চিকিৎসা করার ক্ষেত্রে বৈষম্য ও অপবাদ দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ লক্ষ্যে HIV / AIDS বিষয়ে মানুষের সকল ধরনের ভুল ধারণা দূর করা উচিত । আর এই কাজটি পরিবার থেকে শুরু করতে হবে ।
অনেকে মনে করেন যে বিবাহ বহির্ভূত অথবা যৌনকর্মীদের সঙ্গে যৌনমিলনের মাধ্যমে এবং মাদকসেবীরাই শুধুমাত্র HIV সংক্রমিত হয়। এ ধরনের কাজকে নৈতিকতা বিরোধী হিসাবে গণ্য করে কেউ কেউ এদেরকে শাস্তি দেয়ার কথা ভাবেন। এ কারণে এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে অপবাদ দেয়া হয়, তার প্রতি বৈষম্য দেখানো হয় এবং তাকে অবহেলা ও করা হয়। এমনকি অধিকার থেকেও বঞ্চিত করা হয় । যেমন: তার সঙ্গে ভালো আচরণ না করা, তার চিকিৎসার ব্যবস্থা না করা, শিক্ষা ব্যবস্থা না করা ও চাকরির সুযোগ না দেয়া ইত্যাদি। ফলে,

  1. HIV / AIDS রোগী প্রয়োজনীয় মানসিক সেবা ও শুশ্রুষা থেকে বঞ্চিত করা হয় ।
  2. আক্রান্ত ব্যক্তি নিজের অবস্থা নিয়ে ভীত থাকেন এবং রোগের কথা গোপন করেন।
  3. HIV / AIDS সংক্রমণ প্রতিরোধ কার্যক্রম ব্যহত হয়।
  4. HIV / AIDS আক্রান্ত ব্যক্তি আতঙ্কিত হয়ে চিকিৎসা গ্রহণ করা থেকে বিরত থাকেন।

 

HIV / AIDS প্রতিরোধ ও চিকিৎসার ক্ষেত্রে এই ধরনের বৈষম্য ও অপবাদ দূর করা গুরুত্বপূর্ণ ।

HIV আক্রান্তের সেবা যত্ন

HIV / AIDS আক্রান্ত ব্যক্তির সকল সাধারণ মানুষের মতোই সম্মান, মর্যাদা ও সেবা পাওয়ার অধিকার রয়েছে । অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে HIV / AIDS আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের পাঁচ ধরনের সহায়তা দরকার । এগুলো হলো:

  • চিকিৎসা চাহিদা ।
  • মানসিক চাহিদা ।
  • আর্থসামাজিক চাহিদা ।
  • মানবাধিকার সহায়তা চাহিদা: যেমন হাসপাতালে চিকিৎসা পাওয়ার অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার।
  • আইনি সহায়তা চাহিদা: যেমন অপবাদ ও বৈষম্যের বিরুদ্ধে নিরাপত্তা পাওয়া।

HIV / AIDS প্রতিরোধে পরিবরের ভূমিকা:

পিতা-মাতা ও সকল অভিভাবকগণ যুবসমাজকে HIV / AIDS প্রতিরোধ সংক্রান্ত সঠিক ও পরিপূর্ণ তথ্য দিয়ে সহায়তা করতে পারেন । HIV / AIDS প্রতিরোধে পরিবর যে ভূমিকা রাখতে পারেন তার মধ্যে রয়েছে:

  1. HIV / AIDS ও অন্যান্য যৌনরোগ এবং বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে সন্তানদের সাথে খোলামেলা আলোচনায় করা।
  2. জীবনভিত্তিক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্ননির্ভরশীল করে গড়ে তোলা ।
  3. ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকতে পরামর্শ দেয়া।
  4. সকল ধরনের নেশা বিশেষ করে ইনজেকশনের মাধ্যমে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত রাখা ।
  5. নেশাগ্রস্ত হয়ে পরলে সেখানে থেকে ফিরিয়ে আনতে সাহায্য করা ও পুনর্বাসিত করা।
  6. স্ব-স্ব ধর্মীয় মূল্যবোধ, অনুশাসন ও আদেশ মেনে চলার পরামর্শ দেয়া।
  7. পাঠ্যপুস্তকে অর্ন্তভুক্ত HIV / A.I.D.S বিষয় ও এ সংক্রান্ত বইপত্র/পুস্তিকা সংগ্রহ করে পড়তে উৎসাহিত করা ।
  8. যুবসমাজের উপযোগী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করা ।

HIV / AIDS থেকে বাঁচার উপায়

HIV / AIDS প্রতিরোধের জন্যে যৌনরোগ সর্ম্পকে জানা অতীব দরকার। সাধারণত কনডম ছাড়া যৌনমিলনের মাধ্যমে যৌনরোগের জীবাণু ছড়ানোর সম্ভবনা বেশি । এই জীবাণুগুলো সন্তান জম্ম দেয়ার সঙ্গে শরীরের যে সকল অঙ্গ-প্রত্যঙ্গগুলো যুক্ত সেগুলোকে আক্রান্ত করে। বিভিন্ন যৌনরোগ যেমন গনোরিয়া, সিফিলিস, ক্ল্যামাইডিয়া, জেনিটাল হারপিস এইচআইভি ইত্যাদি । যৌনরোগের সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে আক্রান্ত ব্যক্তি মারাত্নক ধরনের সমস্যায় পড়তে পারেন । । তাই সঠিক নিয়মে যৌনরোগের চিকিৎসা করতে হবে । এইচআইভি ও যৌনরোগ থেকে বাঁচার জন্য নিম্নলিখিত নিয়মগুলো মেনে চলতে হবে ।
স্বামী বা স্ত্রী ছাড়া অন্য নারী বা পুরুষের সাথে যৌন মিলন থেকে বিরত থাকা । প্রয়োজনে প্রতিবার যৌনমিলনের সময় সঠিক নিয়মে কনডম ব্যবহার করা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *