?> ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯ সালের প্রশ্নের সমাধান - Best Information

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯ সালের প্রশ্নের সমাধান

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯ সালের প্রশ্নের সমাধান

 

ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯ 

বাংলা

১. ‘আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি।’- ঘষেটি বেগমকে উদ্দেশ্য করে এ কথা বলেছিল-
ক. সিরাজ
খ. রাইসুল জুহালা
গ. লুৎফা
ঘ. আমিনা
উ:গ

২. ‘মানুষের যখন পতন আসে তকন পদে পদে ভুল হতে থাকে।’ বাক্যটি যে রচনার অন্তর্গত-
ক. বায়ান্নর দিনগুলো
খ. আহ্বান
গ. রেইনকোট
ঘ. মাসি-পিসি
উ:ক

৩. কাজী নজরুল ইসলামের মতে, দেশের শত্রু হলো-
ক. যাদের মধ্যে মিথ্যার বসতি
খ. যাদের মধ্যে ‘আমিত্ব’ নেই
গ. যারা প্রত্যারণা করে
ঘ. যারা অন্যকে গুরু বলে মানে
উ:ক

৪. প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো ব্সতুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে-
ক. উপমান
খ. উপমিত
গ. উপমেয়
ঘ. উপমা
উ:গ

৫. অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়-
ক. সুগন্ধ ফুল
খ. বিষাদ মণ্ডিত
গ. সংযতবাক
ঘ. সুনীল আকাশ
উ:গ

৬. ‘হন্যমান’ যে শব্দের বিশেষণ-
ক. হরণ
খ. হনন
গ. হন্যে
ঘ. হতাশা
উ:খ

৭. ‘She walks in beauty, like the night of cloudless clim and starry skies.’- এর উত্তম বঙ্গানুবাদ-
ক. তারা পথের পরে সৌন্দর্য ঝরে তারাভরা রাতের মতো।
খ. নির্মেঘ নক্ষত্ররাতের মতো সৌন্দর্যকে সঙ্গী করে হেঁটে চরে সে।
গ. মেঘশূন্য নক্ষত্রপুর্ণ পুর্ণিমা রাতের মতো হেঁটে চলে সে।
ঘ. মেঘশূন্য নক্ষত্রভরা সুন্দরী রাতের হেঁটে যায় সে।
উ:ক


৮. ঠিক শব্দগুচ্ছ হলো-
ক. শিহরন, দারুণ, দরুন
খ. গণ্ডূষ, সাহাহ্ন, ঈপ্সিত
গ. আশীষ, ইতোপূর্বে, শ্বশুড়ি
ঘ. ভষ্ম, পুষ্পাঞ্জলি, দরিদ্রতা
উ:ক

৯. ‘ছেলেটি মাকে চিঠি লিখছে।’-এ বাক্যে ‘লিখছে’ যে ধরনের ক্রিয়া-
ক. অকর্মক
খ. অসমাপিকা
গ. দ্বিকর্মক
ঘ. প্রযোজক
উ:গ

১০. ‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।’ লালসালু উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এই মন্তব্যের তাৎপর্য-
ক. আত্মবিধ্বংসী ধর্মান্ধতা
খ. যুক্তিনিষ্ঠ আনুগত্য
গ. বিশ্বাস ও যুক্তির দ্বান্দ্বিকতা
ঘ. অপরিসীম বিনয়
উ:ক

১১. মজিদের প্রতি রহিমার অঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে-
ক. সূর্য
খ. ইস্পাত
গ. ধ্রুবতারা
ঘ. হীরকখণ্ড
উ:গ

১২. ‘পরোক্ষ তাঁর নামে দেশ শাসন করবেন রাজবল্রভ।’- সিরাজকে ইটানোর এই চক্রান্তসূত্রের সঙ্গে মিল রয়েছে যে বাগধারার-
ক. অতিদর্পে হত লঙ্কা
খ. কালনেমির লঙ্কাভাগ
গ. গাঙ পার হলে কুমিরকে বলা
ঘ. বানরের রুটিভাগ
উ:খ


১৩. নিচের যে শব্দটি স্বভাবতই ‘ণ’ হয়-
ক. তুণ
খ. লক্ষণ
গ. অর্পণ
ঘ. ভীষণ
উ:ক

১৪. ‘কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই’- মার্জার যেভাবে কথাটি বলেছিল?
ক. ঝিমাতে ঝিমাতে
খ. কেতে কেতে
গ. মনে মনে হেসে
ঘ. চারটি পা ওপরে তুলে
উ:গ


১৫. যে সম্পর্কটি বিষদৃশ-
ক. বারিধি : বারিদ
খ. কাঞ্জন : সুবর্ণ
গ. মৃগেন্দ্র : কেশরী
ঘ. সবিতা : তপন
উ:ক

১৬. ‘একতারা’ শব্দটি যে ভাষা থেকে এসেছে-
ক. আরবি
খ. ফারসি
গ. তুর্কি
ঘ. সংস্কৃত
উ:খ

১৭. শ্বাপদ = শ্বন + পদ। এখানে ‘শ্বন’ শব্দের অর্থ-
ক. সারমেয়
খ. ধারালো
গ. তীক্ষ নখযুক্ত
ঘ. হিংস্র
উ:ক


১৮. সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতা হলো-
ক. ঐকতান
খ. সেই অস্ত্র
গ. বিভীষণের প্রতি মেঘনাদ
ঘ. ফেব্রুয়ারি, ১৯৬৯
উ:ক

১৯. বাংলা বর্নমালাবুক্ত ‘ঐ’ এবং ‘ঐ’ হচ্ছে-
ক. মৌলিক ধ্বনি
খ. যৌগিক ধ্বনি
গ. যৌগিক বর্ণ
ঘ. দ্বিলেখ
উ:গ


২০. ‘— যার নীচসহ, নীচ সে দুর্মতি’- শূন্যস্থানে বসবে-
ক. মতি
খ. ধর্ম
গ. গতি
ঘ. জ্ঞাতি
উ:গ


২১. ‘শোক দুর হয়েছে যার’ বাক্যটির সংক্ষিপ্ত রূপ-
ক. শোকহারা
খ. বীতশোক
গ. শোকহীন
ঘ. বীতকাম
উ:খ


২২. ‘সমাজের উচ্চ মহ্চে বসেছি সংকর্ণি বাতায়নে’- এর পূর্ববর্তী চরণ-
ক. পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে
খ. ভিতরে প্রবেশ করি যে শক্তি ছিল না একেবারে
গ. অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে
ঘ. সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে
উ:গ


২৩. লক্ষীপেচা যার মতো করুণ-
ক. মধুকূপী ঘাসের মতো
খ. রূপসীর শরীরের মতো
গ. উড়ে যাওয়া দুদর্শনের মতো
ঘ. ধানের গন্ধের মতো
উ:ঘ

২৪. নীরব ভাষায় বৃক্ষ আমাদের যে গান শোনায়-
ক. ব্যর্থতার
খ. বেদনার
গ. সার্থকতার
ঘ. অনুভূতির
উ:গ

২৫. নিচে বাংলা ব্যঞ্জন ভুলতভাবে যুক্ত হয়েছে-
ক. ক্ষ-ক+ষ
খ. হ্ম- হ+ম
গ. ত্ম- ত+ন
ঘ. জ্ঞ- জ+ঞ
উ:গ

ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯ 

English

Read the following passage and answer questions (1-4) using information from it:
In Bangladesh folk music has great variety, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers and rural and reverine life. These songs are also about social inequality and property, about material world and the supernatural. Mystical songs have been composed using the metaphors of rivers and boats. Since the country is basically riverine, the bhatiyali forms an important genre of folk music. Folk music is formed and developed according to the environment. Differences in the natural environment are reflected in the people of the different regions. The dialects too vary across the different regions. Bangladeshi folk music therefore varies from region to region. Thus there are the northern Bhawaiya, the eastern Bhatiyali and the southwestern Baul songs. Folk songs sung individually or in chorus. Folk songs sung individually include Baul, Bhatiyali, Murshidi and Marfati, while songs sung in chorus include Kabigan, Leto, Alkap and Gambhira. Some songs are regional in character, but others are common to both Bangladesh and West Bengal.

1. The word ‘Genre’ stands for-
a) typical religious varities
b) categories of creative forms
c) associated varians
d) subclasses
Ans:b

2. The rural riverine life is reflected in-
a) festival songs
b) askap songs
c) leto songs
d) mystical songs
Ans:d

3. The most suitable title for the passage is:-

a) Bangla Folk Music
b) Folk Musical saga
c) Bengal Folk Trends
d) Bangladeshi Folk_
Ans:a

4. Find the statement which is false :- 
a) Folk songs contains supernatural elements.
b) Bhatiayali and Baul are two regional folk varieties.
c) Folk songs must bear local flavours .
d) Social crisis is also apart of folk rnusic

Ans:c

5. The woed-category of ‘Foment’ is-
a. adjective
b. verb
c. noun
d. adverb
Ans:b

6. The gist of teh poem ‘I Died For Beauty’, is
a. Love is beauty and beauty is truth.
b. Truth, Beauty and Goodness come first.
c. Beauty will save teh world.
d. Beauty is truth, Truth is beauty.
Ans:d

7. The apostrophe (’) is place correctly in —.
a. My parent’s home is in one of the town’s posh areas.
b. My parents’ home is in one of teh townes posh areas.
c. My parent’s home is in one of the towns’ posh areas.
d. My parents home is in one of teh town’s posh areas.
Ans:b

8. Progress is teh autidote to stagnation. – The underlined words are-
a. homonyms
b. synonyms
c. antonyms
d. hyponyms
Ans:c

9. ‘In the sea, folcks of flying fish skimmed in terror from the approaching hull.’ Count the modifiers-
a. 1
b. 2
c. 3
d. 4
Ans:b

10. The correct spelling is-
a. Conscientious
b. Concientious
c. Conscintous
d. Conscientous
Ans:a

11. ‘To keep an eye on’ means-
a. To keep calm
b. To be active
c. To observe
d. To look
Ans:c

12. It is difficult to sympathize — an unfortunate man.
a. for
b. with
c. by
d. at
Ans:b

13. ‘Blandishment’ is related to-
a. honeyed words
b. abusive verse
c. declamatory speech
d. modest reply
Ans:a

14. Find the appropriate anotoym of ‘Malice’.
a. Bitterness
b. Animosity
c. Malevolence
d. kindness
Ans:d

15. The verb form of the noun ‘Humanity’ is-
a. Human
b. Humane
c. Humanitarian
d. Humanize
Ans:d

16. ‘Dreams are disguised fulfillments of repressed wishes.’ The best synonym for the underlined word is-
a. subdue
b. enconrage
c. liberate
d. accomplish
Ans: a

17. She can easily get along with others. The meaning of the underlined word is-
a. walk
b. adjust
c. accompany
d. stay
Ans:b

18. Translate teh sentence into Engkish: “কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয়।”
a. No work is superior or inforior from its value.
b. No work is better or worse as itself.
c. No work is superior or inferior in itslf.
d. No work is better and worse as itself.
Ans:c

19. “He questioned softly why I failed.” Change this sentence into direct speech.
a. He questioned softly, “Why did you fail?”
b. He questioned softly, “Why did I fail”?
c. He told softly, “Why have you failed?”
d. He told softly, “Why had I failed?”
Ans: Here correct answer is absent

20. ‘He will finish the work—.’ Choose the appropriate word for the gap.
a. in no time
b. right then
c. of his cost
d. absolutely
Ans:a

21. ‘Mina’s lovely voice was music to our ears’ is an example of-
a. metaphor
b. metonym
c. simile
d. symbol
Ans:a

22. I like travelling to visit different places of teh world. In this sentence the varbal noun is-
a. travelling
b. visit
c. world
d. places
Ans:a

23. She was sliding —- depression.
a. into
b. of
c. on
d. at
Ans:a

24. Find the correct use of ‘althought’-
a. He likes music althought he is always busy.
b. We decided to return Although, it was raining.
c. Althought he is young, he is very careful.
d. My grandfather is over 70, he is although active.
Ans:c

25. Change the form of voice: ‘He did not give up the fight even though he was badly bruised.’
a. The flight did not give up by him even though he was badly bruised.
b. The flight had not given up by him even though he was badly bruised.
c. The flight was not given up by him even though he was badly bruised.
d. The flight was not giving up by him even though he was badly bruised.
Ans:c

 

ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯ 

সাধারণ জ্ঞান

1. কোনটি প্রাচীনতম?
ক. মহাস্থান ব্রাহ্মীলিপি
খ. চর্যাপদ
গ. রামচরিতম
ঘ. গীতগোবিন্দ
উ:ক

2. ‘ফ্লিপফ্লপ’ হলো এক প্রকার?
ক. লজিক গেট
খ. মাল্টি-ভাইব্রেটর
গ. রেজিস্টার
ঘ. অ্যানালগ বর্তনী
উ:ক

3. সামষ্টিক অর্থনীতির জনক?
ক. রবার্ট ম্যালথাস
খ. জে এম কেইনস
গ. জন স্টুয়ার্ট মিল
ঘ. এডাম স্মিথ
উ:খ

4. নৌকা বাইচ পরিবেশিত গানের নাম?
ক. সারি
খ. জারি
গ. ভাটিয়ালি
ঘ. ভাওয়াইয়া
উ:ক

5. ল্যাটিন শব্দ ‘সিভিস’- এর অর্থ?
ক. নগর
খ. নগররাষ্ট্র
গ. নাগিরক
ঘ. রাষ্ট্র
উ:গ

6. — ভূমিকম্পসৃষ্ট সমুদ্র-ঢেউ হিসেবে পরিচিত?
ক. টর্নেডো
খ. হ্যারিকেন
গ. সুনামি
ঘ. টাইফুন
উ:গ

7. মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ?
ক. গারো ও খাসিয়া
খ. গারো ও রাখাইন
গ. কাসিয়া ও মনিপুরী
ঘ. চাকমা ও খাসিয়া
উ:ক

8. পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্ট?
ক. টারসিয়ারি যুগে
খ. প্লাইস্টোসিন যুগে
গ. সাম্প্রতিক যুগে
ঘ. জুরাসিক যুগে
উ:ক

9. উইং কমান্ডার এম.কে. বাশার মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন?
ক. সেক্টর ২
খ. সেক্টর ৪
গ. সেক্টার ৬
ঘ. সেক্টর ৫
উ:গ

10. ‘বাংলাদেশ বাদ্বীপ পরিকল্পনা 210 ‘ যার সাথে যুক্ত?
ক. ভূ-রাজনীতি
খ. জলবায়ু পরিবর্তন
গ. গ্রিন হাউজ প্রতিক্রিয়া
ঘ. বণ্যপ্রাণী সংরক্ষণ
উ:খ

11. ‘পারসোনা মন-গ্রাটা’ যাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক?
ক. রাজনীতিবিদ
খ. কূটনীতিবিদ
গ. খেলোয়াড়
ঘ. লেখক
উ:খ

12. জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত জাতিসংঘের সংস্থা হলো?
ক. ইউএনউইমেন
খ. ইউমেন ওয়াচ
গ. ইকুইটি ফান্ড
ঘ. জেন্ডার ইকুইটি ফান্ড
উ:ক

13. সদ্য সমাপ্ত বিমসটেক শীর্ষ সম্মেলন যে স্থানে অনুষ্ঠিত হয়-
ক. হায়াত রিজেন্সি
খ. দি এভারেস্ট হোটেল
গ. হোটেল অন্নপূর্ণা
ঘ. ক্রাউন প্লাজা কাঠমান্ডু- সোয়ালিটি
উ:ঘ

14. বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে প্রথম যুক্ত হয়?
ক. ১৯৯৭
খ. ১৯৭৭
গ. ১০৮৫
ঘ. ১০৭২
উ:ঘ

15. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র?
ক. জয়যাত্রা
খ. কখনো আসেনি
গ. জীবন থেকে নেয়া
ঘ. এ দেশ তোমার আমার
উ:ক


16. বঙ্গবন্ধু জেলে ছিলেন সর্বমোট?
ক. 3052 দিন
খ. 4663 দিন
গ. 2550 দিন
ঘ. 3500 দিন
উ:খ

17. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে?
ক. ২০টি
খ. ১৯টি
গ. ১৮টি
ঘ. ১৭টি
উ:গ

18. ‘মন্ট্রিল প্রোটোকল’ যার সঙ্গে সম্পর্কিত?
ক. সাদা বাঘ
খ. ক্লোরোফ্লুরো কার্বন
গ. পানি দূষণ
ঘ. ভূমিক্ষয়
উ:খ

19. মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার-
ক. আগারগাঁও
খ. সেগুনবাগিচায়
গ. শাহবাগে
ঘ. ধানমন্ডিতে
উ:ক

20. বাংলাদেশ: দি আনফিনিশড রেভ্যুলুশন গ্রন্থটির রচয়িতা হলেন-
ক. লরেঞ্জ লিফশুলৎজ
খ. তালুকদার মনিরুজ্জামান
গ. আন্থনি মাসকারেনহাস
ঘ. সিদ্দিক সালিক
উ:ক

21. মূল্য সংযোজিত সেবা বলতে বোঝায়?
ক. কম মুল্যের পণ্য
খ. মুল্যছাড় প্রদান
গ. একই খরচে বাড়তি সেবা
ঘ. বেশি মূল্যের পণ্য
উ:গ

22. 2018-2019 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ?
ক. ৪,৬৪,৫৭৩ কোটি বছর
খ. ৪,০৭,৪২২ কোটি বছর
গ. ৪,২১,৫৭৩ কোটি বছর
ঘ. ৩,৯৪,৬২১ কোটি বছর
উ:ক

23. জি-৭ শীর্ষ সম্মেলন ২০১৮ যে শহরে অনুষ্ঠিত হয়েছে?
ক. লা মালবাই
খ. অটোয়া
গ. সাংহাই
ঘ. কোবে
উ:ক

24. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় যে স্থান থেকে?
ক. ফ্লোরিডা
খ. টেক্সাস
গ. ক্যালিফোর্নিয়া
ঘ. নিউইয়ার্ক
উ:ক

25. ‘থিওরি অব এভরিথিং’ একটি-
ক. চলচ্চিত্র
খ. কবিতা
গ. উপন্যাস
ঘ. নাটক
উ:ক

26. সাফ চ্যাম্পিয়ান ২০১৮ এর সর্বোচ্চ গোলদাতা কে?
ক. মোহাম্মদ ফয়সাল
খ. মানভির সিং
গ. হামযা মোহামেদ
ঘ. সুমিত পাসি
উ:খ

27. হায়ারোগ্লিফিক যে সভ্যতার প্রাচনি লিখন পদ্ধতি?
ক. মিশরীয়
খ. সুমেরীয়
গ. পারস্য
ঘ. ব্যাবিলনীয়
উ:ক

28. ফিফা ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলা যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
ক. লুঝনিকি
খ. ভলগোগ্রাদ
গ. সামারা
ঘ. কালিনিনগ্রাদ
উ:ক

29. ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার বিজয়ী হলেন?
ক. বব ডিলান
খ. মো ইয়ান
গ. হারুকি মারুকামি
ঘ. কাজুও ইশিগুরো
উ:ঘ

30. অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা
ক. একজনের বেশি
খ. তিনজন
গ. দুজনের বেশি
ঘ. দুজন
উ:গ

31. ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শণীতে অংশ নেওয়া দেশের সংখ্যা কত?
ক. ৪২
খ. ৬৫
গ. ৭০
ঘ. ৬৮
উ:ঘ

32. ‘৭ মার্চ ভবন’- বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।
ক. রাজশাহী
খ. খুলনা
গ. জগন্নাথ
ঘ. ঢাকা
উ:ঘ

33. ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৮ অনুসারে বাংলাদেশে সাক্ষরতার বর্তমান হার-
ক. ৭২.৮%
খ. ৭৮.২%
গ. ৭৭.২%
ঘ. ৭৮.৭%
উ:ক

34. ‘Justice delayed is justice denied’ উক্তিটি-
ক. সক্রেটিসের
খ. প্লেটোর
গ. গ্লাডস্টোনের
ঘ. বার্নার্ডশ’র
উ:গ

35. খাদ্য ও কৃষি সংস্থার তথ্যানুযাযী, ২০১৮ সালে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান-
ক. ৫ম
খ. ৩য়
গ. ৪র্থ
ঘ. ৮ম
উ:খ

36. ১৬২৬৩ নম্বেরে কল করলে যে সেবা পাওয়া যায়?
ক. কৃষি
খ. অ্যাম্বুলেন্স
গ. ফায়ার সার্ভিস
ঘ. পুলিশ
উ:খ

37. প্রথম শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে বাংলাদেশের যে জেলা-
ক. বগুড়া
খ. কুমিল্লা
গ. রাজশাহী
ঘ. খুলনা
উ:খ


38. মিয়ানমারে ২০১৬ সালে গঠিত ‘দি অ্যঅডভাইজারি কমিশন অন রাখাইন স্টেট’- এর প্রধান ছিলেন-
ক. বিল ক্লিনটন
খ. বুট্রস ঘালি
গ. কফি আনান
ঘ. বান কি-মুন
উ:গ


39. —– টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয়-
ক. ডেন্ডার সমতা
খ. গণতন্ত্রায়ণ
গ. মানসম্পন্ন শিক্ষা
ঘ. জিরো হাঙ্গার
উ:খ

40. বিমান বাংলাদেশ-এর বহরে নতুন সংযোজন-
ক. বোয়িং ৭৭৭-৩০০
খ. বোয়িং ৭৮৭-৮
গ. এয়ারবাস এ ৩৫০
ঘ. এয়ারবাস এ ৩৮০
উ:খ

41. ‘রোজ গার্ডেন’ বাংলাদেশের একটি?
ক. আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র
খ. রাষ্ট্রীয় অতিথিশালা
গ. উদ্ভিদ-উদ্যান
ঘ. ঐতিহাসিক ভবন
উ:ঘ

42. সম্প্রতি এশিয়ার প্রথম যে দেশে রাষ্ট্রপতির মেয়াদকাল অবলুপ্ত হয়েছে-
ক. উত্তর কোরিয়া
খ. তাইওয়ান
গ. ফিলিপাইন
ঘ. চীন
উ:ঘ

43. বাংলাদেশের জাতীয় সংসদে কাস্টিং ভাট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন?
ক. সংসদ নেতা
খ. স্পিকার
গ. বিরোধী দলনেতা
ঘ. রাষ্ট্রপতি
উ:খ


44. ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম-
ক. ম্যাস র্যাপিড ট্রানজিট
খ. প্যাসেহ্জার র্যাপিড ট্রানজিট
গ. কমিউটার র্যাপিড টানজিট
ঘ. পাসারবাই র্যাপিট ট্রানজিট
উ:ক

45. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এক ধরনের-
ক. ব্যবহারকারী-বান্ধব কৌশল
খ. ওয়েব হোস্টিং কোড
গ. ডোমেইন কাঠামো
ঘ. গুগলের ক্লাসরুম সেবা
উ:ক


46. ইসলামের ইতিহাসে—– শহরের াধিবাসীগণ ‘আনসার’ হিসেবে পরিচিত ছিলেন?
ক. মক্কা
খ. দামেস্ক
গ. মদিনা
ঘ. বাগদাদ
উ:গ

47. ‘Heuristic’ শব্দটি যার সঙ্গে সম্পর্কিত-
ক. মহাকাব্যের নায়ক
খ. কৃত্রিম বুদ্ধিমত্তা
গ. বৈশ্বিক উঞ্চায়ন
ঘ. ক্রীড়া
উ:খ

48. জ্যাক মা উন একজন?
ক. মানবাধিকার কর্মী
খ. উদ্যোক্তা
গ. নরীবাদী লেখক
ঘ. প্রাণী-অধিকার কর্মী
উ:খ

49. সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিন্সে ব্রাঞ্জ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থের কোন খণ্ড সম্প্রতি প্রকাশিত হয়েছে?
ক. প্রথম
খ. দশম
গ. চতুর্দশ
ঘ. পঞ্চম
উ:ক

50. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটে কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে-
ক. দ্বিতীয় শাহ আলম
খ. আলীবর্দি খান
গ. ফররুখশিয়ার
ঘ. বাহাদুর শাহ জাফর
উ:ক

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-২০১৯ সালের প্রশ্নের কুইজ দেওয়া আছে।

কুইজ প্রদান করে নিজর দক্ষতা যাচাই করুন। 

0
Created on By BestInfo99

ঢাকা বিশ্ববিদ্যালয় খ- ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৮-১৯ (প্রথম বর্ষ সম্মান পরীক্ষা)

1 / 101

‘আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি।’- ঘষেটি বেগমকে উদ্দেশ্য করে এ কথা বলেছিল-

2 / 101

‘মানুষের যখন পতন আসে তকন পদে পদে ভুল হতে থাকে।’ বাক্যটি যে রচনার অন্তর্গত-

3 / 101

কাজী নজরুল ইসলামের মতে, দেশের শত্রু হলো-

4 / 101

প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ কোনো ব্সতুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলে-

5 / 101

অপপ্রয়োগের দৃষ্টান্ত নয়-

6 / 101

‘হন্যমান’ যে শব্দের বিশেষণ-

7 / 101

‘She walks in beauty, like the night of cloudless climes and starry skies.’- এর উত্তম বঙ্গানুবাদ-

8 / 101

ঠিক শব্দগুচ্ছ হলো-

9 / 101

‘ছেলেটি মাকে চিঠি লিখছে।’-এ বাক্যে ‘লিখছে’ যে ধরনের ক্রিয়া-

10 / 101

যে সম্পর্কটি বিষদৃশ-

11 / 101

‘কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই’- মার্জার যেভাবে কথাটি বলেছিল?

12 / 101

নিচের যে শব্দটি স্বভাবতই ‘ণ’ হয়-

13 / 101

‘পরোক্ষ তাঁর নামে দেশ শাসন করবেন রাজবল্রভ।’- সিরাজকে ইটানোর এই চক্রান্তসূত্রের সঙ্গে মিল রয়েছে যে বাগধারার-

14 / 101

মজিদের প্রতি রহিমার অঞ্চল আস্থা যার সঙ্গে তুল্য হয়েছে-

15 / 101

‘বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ।’ লালসালু উপন্যাসে গ্রামবাসী সম্পর্কে লেখকের এই মন্তব্যের তাৎপর্য-

16 / 101

‘একতারা’ শব্দটি যে ভাষা থেকে এসেছে-

17 / 101

শ্বাপদ = শ্বন + পদ। এখানে ‘শ্বন’ শব্দের অর্থ-

18 / 101

সমিল প্রবহমান অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতা হলো-

19 / 101

বাংলা বর্নমালাবুক্ত ‘ঐ’ এবং ‘ঐ’ হচ্ছে-

20 / 101

‘--- যার নীচসহ, নীচ সে দুর্মতি’- শূন্যস্থানে বসবে-

21 / 101

‘শোক দুর হয়েছে যার’ বাক্যটির সংক্ষিপ্ত রূপ

22 / 101

‘সমাজের উচ্চ মহ্চে বসেছি সংকর্ণি বাতায়নে’- এর পূর্ববর্তী চরণ-

23 / 101

লক্ষীপেচা যার মতো করুণ-

24 / 101

নীরব ভাষায় বৃক্ষ আমাদের যে গান শোনায়-

25 / 101

নিচে বাংলা ব্যঞ্জন ভুলতভাবে যুক্ত হয়েছে-

26 / 101

Read the following passage and answer questions (1-4) using information from it:
In Bangladesh folk music has great variety, with songs being composed on the culture, festivals, views of life, natural beauty, rivers and rural and reverine life. These songs are also about social inequality and property, about material world and the supernatural. Mystical songs have been composed using the metaphors of rivers and boats. Since the country is basically riverine, the bhatiyali forms an important genre of folk music. Folk music is formed and developed according to the environment. Differences in the natural environment are reflected in the people of the different regions. The dialects too vary across the different regions. Bangladeshi folk music therefore varies from region to region. Thus there are the northern Bhawaiya, the eastern Bhatiyali and the southwestern Baul songs. Folk songs sung individually or in chorus. Folk songs sung individually include Baul, Bhatiyali, Murshidi and Marfati, while songs sung in chorus include Kabigan, Leto, Alkap and Gambhira. Some songs are regional in character, but others are common to both Bangladesh and West Bengal.

1. The word 'Genre' stands for-

27 / 101

2. The rural riverine life is reflected in-

28 / 101

3. The most suitable title for the passage is:-

29 / 101

4. Find the statement which is false :-

30 / 101

The woed-category of ‘Foment’ is-

31 / 101

The gist of teh poem ‘I Died For Beauty’, is

32 / 101

The apostrophe (’) is place correctly in ---.

33 / 101

Progress is teh autidote to stagnation. – The underlined words are-

34 / 101

‘In the sea, folcks of flying fish skimmed in terror from the approaching hull.’ Count the modifiers-

35 / 101

The correct spelling is-

36 / 101

‘To keep an eye on’ means-

37 / 101

It is difficult to sympathize --- an unfortunate man.

38 / 101

‘Blandishment’ is related to-

39 / 101

Find the appropriate anotoym of ‘Malice’.

40 / 101

The verb form of the noun ‘Humanity’ is-

41 / 101

‘Dreams are disguised fulfillments of repressed wishes.’ The best synonym for the underlined word is-

42 / 101

She can easily get along with others. The meaning of the underlined word is-

43 / 101

Translate teh sentence into Engkish: “কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয়।”

44 / 101

“He questioned softly why I failed.” Change this sentence into direct speech.

45 / 101

‘He will finish the work---.’ Choose the appropriate word for the gap.

46 / 101

‘Mina’s lovely voice was music to our ears’ is an example of-

47 / 101

I like travelling to visit different places of teh world. In this sentence the varbal noun is-

48 / 101

She was sliding ---- depression.

49 / 101

Find the correct use of ‘althought’-

50 / 101

Change the form of voice: ‘He did not give up the fight even though he was badly bruised.’

51 / 101

কোনটি প্রাচীনতম?

52 / 101

কোনটি প্রাচীনতম?

53 / 101

‘ফ্লিপফ্লপ’ হলো এক প্রকার?

54 / 101

সামষ্টিক অর্থনীতির জনক?

55 / 101

নৌকা বাইচ পরিবেশিত গানের নাম?

56 / 101

ল্যাটিন শব্দ ‘সিভিস’- এর অর্থ?

57 / 101

--- ভূমিকম্পসৃষ্ট সমুদ্র-ঢেউ হিসেবে পরিচিত?

58 / 101

মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ?

59 / 101

পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড় কোন যুগে সৃষ্ট?

60 / 101

উইং কমান্ডার এম.কে. বাশার মুক্তিযুদ্ধে কোন সেক্টরের কমান্ডার ছিলেন?

61 / 101

‘বাংলাদেশ বাদ্বীপ পরিকল্পনা 210 ‘ যার সাথে যুক্ত?

62 / 101

‘পারসোনা মন-গ্রাটা’ যাদের ক্ষেত্রে প্রাসঙ্গিক?

63 / 101

জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের সঙ্গে সম্পর্কিত জাতিসংঘের সংস্থা হলো?

64 / 101

সদ্য সমাপ্ত বিমসটেক শীর্ষ সম্মেলন যে স্থানে অনুষ্ঠিত হয়-

65 / 101

বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে প্রথম যুক্ত হয়?

66 / 101

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র?

67 / 101

বঙ্গবন্ধু জেলে ছিলেন সর্বমোট?

68 / 101

বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার বিষয়ক কয়টি আর্টিকেল রয়েছে?

69 / 101

‘মন্ট্রিল প্রোটোকল’ যার সঙ্গে সম্পর্কিত?

70 / 101

মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার-

71 / 101

বাংলাদেশ: দি আনফিনিশড রেভ্যুলুশন গ্রন্থটির রচয়িতা হলেন-

72 / 101

মূল্য সংযোজিত সেবা বলতে বোঝায়?

73 / 101

2018-2019 অর্থ বছরে বাংলাদেশের জাতীয় বাজেটের পরিমাণ?

74 / 101

জি-৭ শীর্ষ সম্মেলন ২০১৮ যে শহরে অনুষ্ঠিত হয়েছে?

75 / 101

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় যে স্থান থেকে?

76 / 101

‘থিওরি অব এভরিথিং’ একটি-

77 / 101

সাফ চ্যাম্পিয়ান ২০১৮ এর সর্বোচ্চ গোলদাতা কে?

78 / 101

হায়ারোগ্লিফিক যে সভ্যতার প্রাচনি লিখন পদ্ধতি?

79 / 101

ফিফা ২০১৮ বিশ্বকাপের ফাইনাল খেলা যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?

80 / 101

২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার বিজয়ী হলেন?

81 / 101

অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা

82 / 101

ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শণীতে অংশ নেওয়া দেশের সংখ্যা কত?

83 / 101

‘৭ মার্চ ভবন’- বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

84 / 101

ইউএনডিপি মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৮ অনুসারে বাংলাদেশে সাক্ষরতার বর্তমান হার-

85 / 101

‘Justice delayed is justice denied’ উক্তিটি-

86 / 101

খাদ্য ও কৃষি সংস্থার তথ্যানুযাযী, ২০১৮ সালে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান-

87 / 101

১৬২৬৩ নম্বেরে কল করলে যে সেবা পাওয়া যায়?

88 / 101

প্রথম শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে বাংলাদেশের যে জেলা-

89 / 101

মিয়ানমারে ২০১৬ সালে গঠিত ‘দি অ্যঅডভাইজারি কমিশন অন রাখাইন স্টেট’- এর প্রধান ছিলেন-

90 / 101

----- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত নয়-

91 / 101

বিমান বাংলাদেশ-এর বহরে নতুন সংযোজন-

92 / 101

‘রোজ গার্ডেন’ বাংলাদেশের একটি?

93 / 101

সম্প্রতি এশিয়ার প্রথম যে দেশে রাষ্ট্রপতির মেয়াদকাল অবলুপ্ত হয়েছে-

94 / 101

বাংলাদেশের জাতীয় সংসদে কাস্টিং ভাট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন?

95 / 101

ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিসিয়াল নাম-

96 / 101

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এক ধরনের-

97 / 101

ইসলামের ইতিহাসে----- শহরের অধিবাসীগণ ‘আনসার’ হিসেবে পরিচিত ছিলেন?

98 / 101

‘Heuristic’ শব্দটি যার সঙ্গে সম্পর্কিত-

99 / 101

জ্যাক মা উন একজন?

100 / 101

সিক্রেট ডকুমেন্টস অব ইনটেলিন্সে ব্রাঞ্জ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রন্থের কোন খণ্ড সম্প্রতি প্রকাশিত হয়েছে?

101 / 101

ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মুঘল সম্রাটে কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে-

Your score is

The average score is 0%

0%

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *