?> ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৭-২০১৮ সালের প্রশ্নের সমাধান - Best Information

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৭-২০১৮ সালের প্রশ্নের সমাধান

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৭-২০১৮ সালের প্রশ্নের সমাধান

ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৭-২০১৮ 

বাংলা

সংক্ষিপ্ত সিলেবাস ২০২২ অনুসারে 

1.ঠিক শব্দগুচ্ছ হলো- উ:খ
ক. নিস্কাসন, শীততাপ, দুর্ভীক্ষ
খ. অভীষ্ট, নিশ্চল, সমীচীন
গ. উদিচী, বুভুক্ষু, পোস্ট-অফিস
ঘ. লক্ষণ, মধ্যস্থ, উদ্বোধন

2.মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হলো- উ:ক
ক. অহংকার
খ. সত্য
গ. লোকভয়
ঘ. ভণ্ডামি

3.‘আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয়’। সিরাজউদ্দৌলা তাহলে পলাশিতে কীসের ওপর ভরসা করতে চেয়েছিলেন? উ:গ
ক. সাঁফ্রের সৌন্যদলের সাহসিকতার ওপর
খ. মোহনলাল-মিরমর্দানে বিচ্ছণতার ওপর
গ. মিরজাফর-রায়দুর্লভের স্বদেশ প্রেমের ওপর
ঘ. ক্লাইভের সৈন্যদলের দুর্বলতার ওপর

4.‘বাস্তবের বিশাল চত্বরে/হৃদয়ের হরিৎ উপত্যকায়’- কী হয়? উ:খ
ক. বরকত বুকপাতে ঘাতকের থাবার সম্মুখে’
খ. ‘… দুঃখীনি মাতার অশ্রুজলে ফোটে ফুল’
গ. ‘শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়’
ঘ. ‘কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া।

5.The singer has a very sonorous voice. বাক্যটির সর্বোত্তম বঙ্গানুবাদ- উ:খ
ক. গায়কটি উদাত্ত কণ্ঠের অধকারী
খ. গায়কের কণ্ঠ খুব সুরেলা
গ. গায়কের গানের গলা খুব মিষ্টি
ঘ. গায়নকটি খুব ভালো গায়

6.‘প্রশ্নটি এই রকম যে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে’। উ:ক
ক. জমিলা
খ. পিরসাহেব
গ. ধলামিয়া
ঘ. ব্যাপারী

7.‘ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই’। উক্তিটি- উ:খ
ক. মামার
খ. সম্ভুনাথের
গ. অনুপমের
ঘ. কল্যাণী

8.প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দের দৃষ্টান্ত হলো- উ:গ
ক. পুরষ্কার
খ. অধিকারী
গ. প্রতিদ্বন্দ্বীতা
ঘ. স্টেডিয়াম

9.‘নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ, যার পিঠে রক্তজবার মতো ক্ষত।’ এই মন্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক হলো- উ:খ
ক. পিড়িতের প্রতিবাদ
খ. আঘাতে অবিচল
গ. প্রতিবাদের ধারাবাহিকতা
ঘ. সুনিপূণ পত্যাঘাত

10.‘মৎসগন্ধা’ যে সমাসের উদাহরণ? উ:গ
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব

11.‘বিপদ ও দুঃখ একই সঙ্গে আসে।’ বাক্যটি- উ:গ
ক. সরল
খ. জটিল
গ. যৌগিক
ঘ. মিশ্র

12.‘Syntax’ শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো: উ:গ
ক. শব্দ-প্রকরণ
খ. ধ্বনি-প্রকরণ
গ. বাক্র-গঠন
ঘ. শব্দ-গঠন

13.‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’- বাক্যটিতে ‘স্নিগ্ধ আঁখি’ বলতে বোঝায়- উ:ঘ
ক. মায়াবী চোখ
খ. অশ্রুসিক্ত নয়ন
গ. কোমল চোখ
ঘ. উৎসুক চাহনি

14.‘অধ্যাপক’ শব্দের প্রমিত উচ্চারণ? উ:গ
ক. অধ্দাপক
খ. অদ্ধেোক
গ. ওদ্ধাপক্
ঘ. ওধ্ধাপোক্

15.‘ধার’ শব্দটি যে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত- উ:গ
ক. বিপ্রকর্ষ
খ. স্বরভক্তি
গ. সম্প্রকর্ষ
ঘ. অন্তর্হতি

16.গ্রিক ট্রাজেডির মর্মবাণী- উ:খ
ক. অবিবেচনাপ্রসূত ত্রট্টটি
খ. অমোঘ বিধি
গ. অবশ্যম্ভাবী মূত্য
ঘ. অন্তহীন পাপবোধ

17.জাদুঘর গড়ে উঠেছিল- উ:ক
ক. প্রতিষ্ঠাতার রুচিমাফিক
খ. ঐতিহ্য রক্ষার জন্য
গ. শুধু নিদর্শন সংগ্রহের জন্য
ঘ. জ্ঞানচর্চার জন্য

18.‘এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী’। বাক্যটি যে রচনা থেকে উদ্ধৃত- উ:গ
ক. চাষার দুক্ষু
খ. আমার পথ
গ. মহাজাগতিক কিউরোটর
ঘ. জীবন ও বৃক্ষ

19.পুরুষ বাচক শব্দ নয়- উ:খ
ক. বেঙ্গমা
খ. দীর্ঘাঙ্গী
গ. বর্ষীয়ান
ঘ. দুঃখী

20.এক কথায় কর: ‘অশ্ব রথ হস্ত্রী ও পদাতিক সৈন্যের সমাহার’- উ:ক
ক. তচুরঙ্গ
খ. শালপ্রাংশু
গ. সংসপ্তক
ঘ. কুশীলব

21.বাংলা ভাষায় ‘ত্ব’ যে ধরনের বাক্যকরণিক উপাদান- উ:গ
ক. উপসর্গ
খ. ফলা
গ. প্রত্যয়
ঘ. বিশেষণ

22.‘তার দীর্ঘ দেহ নিযে আবার নূরলদীন দেখা দেয় মরা আঙিনায়’। নূরুলদীন দেখা দেয়- উ:গ
ক. তীব্র স্বচ্ছ পূর্ণমায়
খ. যখন শকুন নেমে আসে
গ. কালঘুম যখন বাংলায়
ঘ. একদিন কাল পূণিৃমায়

23.জীবনানন্দ দাশ লক্ষ্মীপেঁচা ও ধানের গন্ধের মধ্যে মিল পান- উ:গ
ক. উজ্জ্বল আলোকের
খ. বাধ্যক্রের যন্ত্রণার
গ. যেওবনের আবেগের
ঘ. অপূর্ণ প্রকাশের

24.‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-উ:খ
ক. প্রতি+বর্তন
খ. প্রতি + আবর্তন
গ. প্রত্যা+বর্তন
ঘ. প্রতিঃ+আবর্তন

25.‘কর্মে ও কথায়- আত্মীয়তা করেছে অর্জন। এই পংক্তির শূন্যস্থানে বসবে যে শব্দ- উ:খ
ক. নিবিড়
খ. সত্য
গ. ঘনিষ্ঠ
ঘ. বহু

 

ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৭-২০১৮ 

English

Read the following passage and answer questions (1-5) using information from the passage:
After two periods of captaincy cut short by his constant companion, namely ingury, Mashrafe bin Mortaza was handed over the baton once again in 2014 to lead the national side in both ODI and T-20s. The journey of Mortaza, called the “Narail Express”, as a captain coincided with the glorious transformation of the Bangladesh Tigers from the perennial minnows to a major cricketing power. His charismatic leadership and unflinching patriotism helped Bangladesh turn into a strong Unit and qualify to the quarter finals for the first time in their history in 2015 world cup Cricket. That too by knocking out England, the birth-land of the game and one of the favourites for the title. This spirit is induced by the brave skipper who led the Bangladesh team to beat top-class opponents like Pakistan, India and South Africa and lose narrowly to England in subsequent bilateral home series. He inspired the Tigers in qualifying to the semi-finals of 2017 edition of Champions Trophy by trumpoing the strong outfit of Nwezealend. Moreover. Bangladesh under Mashrafe bin Mortaza’s fearless leadership fought neck to neck with Sri Lanka on the latter’s home turf in 2017. The Tigers won more matches than lose under his shrewd stewardship, thus making the most successful of Bangladesh captains.

1.Choose the best title for the passage. Mashrafe, the- Ans:b
a. great pacer
b. come back hero
c. crazy player
d. brave fighter

2.What does the author say about, Mashrafe’s role in the Bangladesh team? Ans:c
a. bullies players
b. conspires with players
c. motivates players
d. facilitates players

3.‘Knocking out’ means- Ans:c
a. destroying
b. beating up
c. defeating
d. cutting

4.The phrase ‘to fight neck to neck’ is closest in meaning to: Ans:c
a. to fight back
b. to fight one-sidedly
c. to fight equally
d. to fight randomly

5.Which of the following words does not match with others? Ans:c
a. leader
b. skipper
c. fighter
d. captain

Fill in the blanks, with the most appropriate word-
6.Left —- himself, he would be able to complete the work in less than a month. Ans:d
a. with
b. on
c. by
d. to

7.He can sing better than — in his family. Ans:c
a. everybody
b. everyone
c. anybody
d. someone

8.‘Jaws of death’ is an example of- Ans:a
a. metaphor
b. simile
c. personification
d. symbol

9. A comedy is — than an action movie. Ans:b
a. more funny
b. funnier
c. most funny
d. funniest

10. — love is such —- beautiful thing. Ans:a
a. no article, a
b. a, no article
c. the, a
d. a, the

11. Do you know when —-? Ans:a
a. DU was founded
b. was DU founded
c. DU founded
d. had DU been founded

12. I hope you can account for the time you were out of doors. The meaning of the underlined phrase is: Ans:c
a. spend
b. misuse
c. explain
d. utilize

13.Which of teh following is NOT an abstract noun? Ans:b
a. goodness
b. family
c. bravery
d. childhood

14. The enemies gave in at last. Here ‘gave in’ means- Ans:a
a. yielded
b. wielded
c. infiltrated
d. fainted

15.The synonym of ‘energetice’ is- Ans:a
a. sprightly
b. hasty
c. humble
d. extreme

16.Choose the correct sentene: Ans:b
a. he is used to work hard
b. He is used to working hard
c. He used to working hard
d. he was used to working hard

17. Ayesha hopes to attent DU,- Ans:d
a. and she has not yet submitted her application form
b. but her application form has been submitted
c. Yet she has submitted her application form
d. though she has not yet submitted her application form.

18.The museum ––– painting by S.M. Sultan. Ans:a
a. did not have any
b. did not have to
c. did not have hardly
d. did have any

19.‘Whom do you want’? Change into passive. Ans:d
a. By whom you are wanted?
b. By whom are you wanted?
c. Whom is wanted by you?
d. Who is wanted by you?

20.Mother said to me, “Do not tell a lie.” Change into indirect narration. Ans:c
a. Mother frightened me not to tell a lie
b. Mother suggested me to not tell a lie
c. Mother advised me not to tell a lie
d. Motehr warned me to not tell a lie

21.‘May our tricket team win teh ‘World Cup’; Change into an assertive sentence. Ans:c
a. I wish our cricket team to win the ‘World Cu’
b. I wish that our cricket team wins the ‘World Cup’
c. I wish our cricket team counld win the ‘World Cup’
d. I wish our cricket team can win the ‘World Cup.

22.The antonym of ‘Eligant’ is- Ans:c
a. Eulogy
b. Pendant
c. Awkward
d. Egotistical

23. The verb form of ‘origin’ is- Ans:d
a. Original
b. Originated
c. Origination
d. Originate

24. The first line of the poem ‘The Chage of eh Light Brigade’ by Lord Alfred Tennyson is- Ans:c
a. Half a legend, half a legend
b. Half a league onward, half a league
c. Half a league, half a league
d. Half a league, half a legend

25.Translate into Bangla: “Everyone wants peace and like the principles of non-violence. Ans:c
a. ‘সবাই শান্তি এবং অহিংসা পছন্দ করে।’
b. ‘সকলে শান্তি এবং অহিংসার নীতি পছন্দ করে।’
c. ‘সকলেই শান্তি চায় এবং অহিংসার নীতি পছন্দ করে।’
d. ‘সকলেই শান্তিকামী এবং অহিংসা নীতির সাধক।’

ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৭-২০১৮ 

সাধারণ জ্ঞান

 

1.সম্প্রতি বাংলাদেশের যে পণ্য ‘ভৌগোলিক নির্দেশক পণ্যের’ স্বীকৃতি পেয়েছে- উ: ক
ক. ইলিশ
খ. জামদানি
গ. বেনারসি
ঘ. মসলিন

2.বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে কত সালে? উ:খ
ক. 1994
খ. 1995
গ. 1993
ঘ. 1996

3.সেরা চলচ্চিত্র বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৫’ লাভ করে? উ:ক+ঘ
ক. বাপজানের বায়োস্কোপ
খ. ভুবন মাঝি
গ. জালালের গল্প
ঘ. অনিল বাগচির একদিন

4.মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর যে সেক্টরের অধীনে ছিল- উ:খ
ক. ১১
খ. ৮
গ. ২
ঘ. ১০

5.‘জাতীয় যুবনীতি’ ২০১৭ অনুসারে যুবাদের বয়সসীমা কত? উ:গ
ক. ১২-২৪
খ. ১৫-২৫
গ. ১৮-৩৫
ঘ. ২০-৩৮

6.বাংলার প্রাচীন নগর ‘কর্ণসুবর্ণ’ এর অবস্থান ছিল- উ:খ
ক. কুমিলায়
খ. মুর্শিদাবাদে
গ. বগুড়ায়
ঘ. রাজশাহীতে

7.বাংলাকে ‘জান্নাতাবাদ’ নাম করণ করেন- উ:গ
ক. বাবর
খ. আকবর
গ. হুমায়ুন
ঘ. জাহাঙ্গীর

8.গ্রিন হাউস গ্যাস নয়- উ:খ
ক. নাইট্রাস অক্সাইড
খ. অক্সিজেন
গ. মিথেন
ঘ. কার্ব-ডাই-অক্সাইড

9. তিস্তা নদীর উৎপত্তিস্থল- উ:খ
ক. তিব্বত
খ. সিকিম
গ. ভুটান
ঘ. নেপাল

10. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন অনুষ্ঠিত হয়- উ:ক
ক. ১৯২৩
খ. ১৯২৪
গ. ১৯২৫
ঘ. ১৯২৬

11. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়- উ:গ
ক. পরিবহনে
খ. সার উৎপাদনে
গ. বিদ্যুৎ উৎপাদনে
ঘ. গৃহস্থালির কাজে

12. ‘ওয়ানগালা’ উৎসব উদযাপন করে- উ:গ
ক. চাকমারা
খ. মণিপুরিরা
গ. গারোরা
ঘ. রাখাইনরা

13. বাংলাদেশ ব্যাংক পেপাল সেবা চালুর অনুমতি দিয়েছে— ব্যাংকে। উ:ক
ক. সোনালী
খ. অগ্রণী
গ. জনতা
ঘ. পূবালী

14. লালবাগ কেল্লার আদি নাম- উ:খ
ক. হুমায়ুনের দূর্গ
খ. আওরঙ্গবাদ দূর্গ
গ. বাবরের দূর্গ
ঘ. আকবরের দূর্গ

15. বাংলাদেশের সংবিধান মূলত —– ভাগে বিভক্ত। উ:গ
ক. ৯
খ. ১০
গ. ১১
ঘ. ১২

16. বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত- উ:ক
ক. বাইতুল ইজ্জতে
খ. সরদায়
গ. সুজানগরে
ঘ. ডুলাহাজরায়

17. ঐতিহাসিক ‘ছয় দফায়’ যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না? উ:ঘ
ক. শসনতান্ত্রিক কাঠামো
খ. কেন্দ্রীয় সরকারের কাঠামো
গ. স্বতন্ত্র মুদ্রাব্যবস্থা
ঘ. বিচার-ব্যবস্থা

18. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘ পদক পেয়েছেন- উ:খ
ক. মাতৃস্বাস্থ্য উন্নয়ন
খ. শিশু মৃত্যুর হার হ্রাস
গ. প্রাথমিক শিক্ষঅ-উন্নয়ন
ঘ. লিঙ্গসমতা আনয়ন

19. ‘বাংলোদেশ স্কয়ার’ অবস্থিত- উ:খ
ক. কঙ্গো
খ. লাইবেরিয়া
গ. হাইতি
ঘ. চাঁদ

20. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে? উ:ক
ক. ফখরুদ্দিন মুবারক শাহ
খ. ইলিয়াস শাহ
গ. নাদির শাহ
ঘ. নাসির উদ্দীন

21. বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’ এর প্রবক্তা দেশ- উ:ক
ক. চীন
খ. নেপাল
গ. জাপান
ঘ. ভারত

22. এই বছর ডিসেম্বর মাসে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব হারমনি’ যে স্থানে অনুষ্ঠিত হবে- উ:ক
ক. মহাস্থানগড়
খ. কক্সবাজার
গ. ময়নামতি
ঘ. সোনারগাঁও

23. ‘Surrender of Dacca: Birth of a nation’ বইটির লেখক- উ:ঘ
ক. সিদ্দিক সালিক
খ. রাও ফরমান আলী
গ. জেনারেল নিয়াজী
ঘ. লে. জে. জেএফআর জেকব

24. যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রোরাল ভেটের সংখ্যা- উ:ক
ক. ৫৩৮
খ. ৫৪০
গ. ৫২৫
ঘ. ৫০০

25. ‘ওর্য়াল্ড কাপ ফুটবল ২০২২- এর চুড়ান্তপর্ব অনুষ্ঠিত হবে- উ:খ
ক. আর্জেন্টিনা
খ. কাতার
গ. জার্মানি
ঘ. ইতালি

26. ২০১৬ সালে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ- উ:ক
ক. নরওয়ে
খ. জাপান
গ. নিউজিল্যান্ড
ঘ. ফ্রান্স

27. ইসলামী সহযোগিতা সংস্থার দাপ্তরিক ভাষার সংখ্যা- উ:গ
ক. ১টি
খ. ২টি
গ. ৩টি
ঘ. ৪টি

28. যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়- উ:গ
ক. নিউইয়র্ক
খ. আলাস্কা
গ. ক্যারিফোর্নিয়া
ঘ. ফ্লোরিডা

29. মিসর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর- উ:খ
ক. আরবসাগর
খ. লোহিতসাগর
গ. বাল্টিকসাগর
ঘ. কৃষ্ণ সাগর

30. এশিয়ার ‘বজ্রপাতের ভূমি’ হলো- উ:খ
ক. নেপাল
খ. ভুটান
গ. থাইল্যান্ড
ঘ. মায়ানমার

31. যে দেশটি কখনও উপনিবেশ ছিল না- উ:গ
ক. মিয়ানমার
খ. লাওস
গ. থাইল্যান্ড
ঘ. ইন্দোনেশিয়া

32. ডি-ডোর সঙ্গে সংশ্লিষ্ট- উ:খ
ক. প্রথম বিশ্বযুদ্ধ
খ. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
গ. আফগান যুদ্ধ
ঘ. ভিয়েতনাম যুদ্দ

33. বয়স্ক ভাতার অন্তর্ভুক্ত- উ:গ
ক. বয়স-বৈষম্য
খ. সমাজসেবা
গ. সামাজিক নিরাপত্তা
ঘ. পারিবারিক নিরাপত্তা

34. ‘রোসাটম’ যে দেশের জাতীয় পরমাণু সংস্থা- উ:গ
ক. চীন
খ. উত্তর কোরিয়া
গ. রাশিয়া
ঘ. রোমানিয়া

35. মানবাদিকর যে ধরনের অধিকার- উ:ক
ক. প্রাকৃতিক
খ. রাজনৈতিক
গ. সামাজিক
ঘ. অর্থনৈতিক

36. ইতিহাসের উৎস নয়? উ:ক
ক. পাঠ্যবই
খ. মুদ্রা
গ. শিলালিপি
ঘ. দলিল

37. ‘আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি।’ উক্তিটি করেন- উ:ক
ক. ফিদেল কাস্তো
খ. নেলসন ম্যান্ডলা
গ. মার্শাল টিটো
ঘ. ইন্দিরা গান্ধী

38. কোনো বস্তুর ওজন যে অঞ্চলে সবচেয়ে বেশি হয়- উ:খ
ক. বিষুব
খ. মেরু
গ. পৃথিবীর কেন্দ্রে
ঘ. কোনটি নয়

39. —- কোনো অপারেটিং সিস্টেম নয়- উ:ক
ক. এমএসওয়ার্ড
খ. ডস
গ. উইন্ডোজ
ঘ. লিনাক্স

40. ইমরুল কায়েস একজন- উ:গ
ক. চিত্রশিল্পী
খ. বিজ্ঞানী
গ. কবি
ঘ. প্রেসিডেন্ট

41. সর্ব প্রথম পরীক্ষঅমূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়ে- উ:ঘ
ক. অক্সফোর্ড
খ. ক্যামব্রিজ
গ. হার্ভার্ড
ঘ. ইউসিএলও

42. যুক্তিবিদ্যার জনক? উ:ঘ
ক. জন স্টুয়ার্ট মিল
খ. জরেমি বেনথাম
গ. আিই,এমকপি
ঘ. এরিস্টটল

43. কনফুসিয়াস ছিলেন- উ:ক
ক. দার্শনিক
খ. নেতা
গ. সম্রাট
ঘ. বিজ্ঞানী

44. হুদায়বিয়ার সন্ধির লেখক- উ:ঘ
ক. হযরত আবুবকর (রা.)
খ. হযরত ওমর (রা.)
গ. হযরত ওসমান (রা.)
ঘ. হযরত আলী (রা.)

45. ইভিএম-এর ‘ই’ অংশের পূর্ণরূপ- উ:খ
ক. ইলেক্ট্রিক
খ. ইলেক্ট্রকি
গ. ইলাস্টিক
ঘ. এফিসিন্টে

46. টুইটার হলো- উ:ক
ক. সামাজিক যোগাযোগ মাধ্যম
খ. সামাজিক সংগঠন
গ. পেশাজীবী যোগাযোগ সাইট
ঘ. কর্পোরেট ব্যবসায়

47. ‘Polis’ শব্দটির অর্থ- উ:গ
ক. রাষ্ট্র
খ. সমাজ
গ. নগররাষ্ট্র
ঘ. জাতিরাষ্ট্র

 

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৭-২০১৮ সালের প্রশ্নের কুইজ দেওয়া আছে।

কুইজ প্রদান করে আপনার দক্ষতা যাচাই করুন। 

2
Created on By BestInfo99

ঢাকা বিশ্ববিদ্যালয় খ- ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৭-১৮ (প্রথম বর্ষ সম্মান পরীক্ষা)

1 / 98

ঠিক শব্দগুচ্ছ হলো-

2 / 98

মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হলো-

3 / 98

‘আজ আমার ভরসা আমার সেনাবাহিনীর শক্তি নয়’। সিরাজউদ্দৌলা তাহলে পলাশিতে কীসের ওপর ভরসা করতে চেয়েছিলেন?

4 / 98

‘বাস্তবের বিশাল চত্বরে/হৃদয়ের হরিৎ উপত্যকায়’- কী হয়?

5 / 98

The singer has a very sonorous voice. বাক্যটির সর্বোত্তম বঙ্গানুবাদ-

6 / 98

‘প্রশ্নটি এই রকম যে মজিদের ইচ্ছা হয় একটা হুঙ্কার ছাড়ে’।

7 / 98

‘ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই’। উক্তিটি-

8 / 98

প্রত্যয় ঘটিত অশুদ্ধ শব্দের দৃষ্টান্ত হলো-

9 / 98

‘নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ, যার পিঠে রক্তজবার মতো ক্ষত।’ এই মন্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক হলো-

10 / 98

‘মৎসগন্ধা’ যে সমাসের উদাহরণ?

11 / 98

‘বিপদ ও দুঃখ একই সঙ্গে আসে।’ বাক্যটি-

12 / 98

‘Syntax’ শব্দটির বাংলা পারিভাষিক রূপ হলো:

13 / 98

‘কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি’- বাক্যটিতে ‘স্নিগ্ধ আঁখি’ বলতে বোঝায়-

14 / 98

‘অধ্যাপক’ শব্দের প্রমিত উচ্চারণ?

15 / 98

‘ধার’ শব্দটি যে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার দৃষ্টান্ত-

16 / 98

গ্রিক ট্রাজেডির মর্মবাণী-

17 / 98

জাদুঘর গড়ে উঠেছিল-

18 / 98

‘এদের কেউ শ্রমিক, কেউ সৈনিক, কেউ বুদ্ধিজীবী’। বাক্যটি যে রচনা থেকে উদ্ধৃত-

19 / 98

পুরুষ বাচক শব্দ নয়-

20 / 98

এক কথায় কর: ‘অশ্ব রথ হস্ত্রী ও পদাতিক সৈন্যের সমাহার’-

21 / 98

বাংলা ভাষায় ‘ত্ব’ যে ধরনের বাক্যকরণিক উপাদান-

22 / 98

‘তার দীর্ঘ দেহ নিযে আবার নূরলদীন দেখা দেয় মরা আঙিনায়’। নূরুলদীন দেখা দেয়-

23 / 98

জীবনানন্দ দাশ লক্ষ্মীপেঁচা ও ধানের গন্ধের মধ্যে মিল পান-

24 / 98

‘প্রত্যাবর্তন’ শব্দের সন্ধি-বিচ্ছেদ-

25 / 98

‘কর্মে ও কথায়- আত্মীয়তা করেছে অর্জন। এই পংক্তির শূন্যস্থানে বসবে যে শব্দ-

26 / 98

Read the following passage and answer questions (1-5) using information from the passage:
After two periods of captaincy cut short by his constant companion, namely ingury, Mashrafe bin Mortaza was handed over the baton once again in 2014 to lead the national side in both ODI and T-20s. The journey of Mortaza, called the "Narail Express", as a captain coincided with the glorious transformation of the Bangladesh Tigers from the perennial minnows to a major cricketing power. His charismatic leadership and unflinching patriotism helped Bangladesh turn into a strong Unit and qualify to the quarter finals for the first time in their history in 2015 world cup Cricket. That too by knocking out England, the birth-land of the game and one of the favourites for the title. This spirit is induced by the brave skipper who led the Bangladesh team to beat top-class opponents like Pakistan, India and South Africa and lose narrowly to England in subsequent bilateral home series. He inspired the Tigers in qualifying to the semi-finals of 2017 edition of Champions Trophy by trumpoing the strong outfit of Nwezealend. Moreover. Bangladesh under Mashrafe bin Mortaza's fearless leadership fought neck to neck with Sri Lanka on the latter's home turf in 2017. The Tigers won more matches than lose under his shrewd stewardship, thus making the most successful of Bangladesh captains.

1. Choose the best title for the passage. Mashrafe, the-

27 / 98

What does the author say about, Mashrafe’s role in the Bangladesh team?

28 / 98

‘Knocking out’ means-

29 / 98

The phrase ‘to fight neck to neck’ is closest in meaning to:

30 / 98

Which of the following words does not match with others?

31 / 98

Fill in the blanks, with the most appropriate word-
6.Left ---- himself, he would be able to complete the work in less than a month.

32 / 98

He can sing better than --- in his family.

33 / 98

‘Jaws of death’ is an example of-

34 / 98

A comedy is --- than an action movie.

35 / 98

--- love is such ---- beautiful thing.

36 / 98

Do you know when ----?

37 / 98

I hope you can account for the time you were out of doors. The meaning of the underlined phrase is:

38 / 98

I hope you can account for the time you were out of doors. The meaning of the underlined phrase is:

39 / 98

Which of teh following is NOT an abstract noun?

40 / 98

The enemies gave in at last. Here ‘gave in’ means-

41 / 98

The synonym of ‘energetice’ is-

42 / 98

Choose the correct sentene:

43 / 98

Ayesha hopes to attent DU,-

44 / 98

The museum ––– painting by S.M. Sultan.

45 / 98

‘Whom do you want’? Change into passive.

46 / 98

Mother said to me, “Do not tell a lie.” Change into indirect narration.

47 / 98

‘May our tricket team win teh ‘World Cup’; Change into an assertive sentence.

48 / 98

The antonym of ‘Eligant’ is-

49 / 98

The verb form of ‘origin’ is-

50 / 98

The first line of the poem ‘The Chage of eh Light Brigade’ by Lord Alfred Tennyson is-

51 / 98

Translate into Bangla: “Everyone wants peace and like the principles of non-violence.

52 / 98

সাধারণ জ্ঞান

সম্প্রতি বাংলাদেশের যে পণ্য ‘ভৌগোলিক নির্দেশক পণ্যের’ স্বীকৃতি পেয়েছে-

53 / 98

বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে কত সালে?

54 / 98

সেরা চলচ্চিত্র বিভাগে ‘জাতীয় চলচ্চিত্র পুরষ্কার ২০১৫’ লাভ করে?

55 / 98

মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর যে সেক্টরের অধীনে ছিল-

56 / 98

‘জাতীয় যুবনীতি’ ২০১৭ অনুসারে যুবাদের বয়সসীমা কত?

57 / 98

বাংলার প্রাচীন নগর ‘কর্ণসুবর্ণ’ এর অবস্থান ছিল-

58 / 98

বাংলাকে ‘জান্নাতাবাদ’ নাম করণ করেন-

59 / 98

গ্রিন হাউস গ্যাস নয়-

60 / 98

তিস্তা নদীর উৎপত্তিস্থল-

61 / 98

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম সমাবর্তন অনুষ্ঠিত হয়-

62 / 98

বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-

63 / 98

‘ওয়ানগালা’ উৎসব উদযাপন করে-

64 / 98

বাংলাদেশ ব্যাংক পেপাল সেবা চালুর অনুমতি দিয়েছে--- ব্যাংকে।

65 / 98

লালবাগ কেল্লার আদি নাম-

66 / 98

বাংলাদেশের সংবিধান মূলত ----- ভাগে বিভক্ত।

67 / 98

বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত-

68 / 98

ঐতিহাসিক ‘ছয় দফায়’ যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না?

69 / 98

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে ক্ষেত্রে অবদানের জন্য জাতিসংঘ পদক পেয়েছেন-

70 / 98

‘বাংলোদেশ স্কয়ার’ অবস্থিত-

71 / 98

বাংলার প্রথম স্বাধীন সুলতান কে?

72 / 98

বর্তমান বিশ্বে ‘নিউ সিল্ক রুট’ এর প্রবক্তা দেশ-

73 / 98

এই বছর ডিসেম্বর মাসে ‘ইন্টারন্যাশনাল ফেস্টিভাল অব হারমনি’ যে স্থানে অনুষ্ঠিত হবে-

74 / 98

‘Surrender of Dacca: Birth of a nation’ বইটির লেখক-

75 / 98

যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রোরাল ভেটের সংখ্যা-

76 / 98

‘ওর্য়াল্ড কাপ ফুটবল ২০২২- এর চুড়ান্তপর্ব অনুষ্ঠিত হবে-

77 / 98

২০১৬ সালে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ-

78 / 98

ইসলামী সহযোগিতা সংস্থার দাপ্তরিক ভাষার সংখ্যা-

79 / 98

যুক্তরাষ্ট্রের যে অঙ্গরাজ্যটি বর্তমানে স্বাধীনতা চায়-

80 / 98

মিসর ও সৌদি আরবকে বিভাজনকারী সাগর-

81 / 98

এশিয়ার ‘বজ্রপাতের ভূমি’ হলো-

82 / 98

যে দেশটি কখনও উপনিবেশ ছিল না-

83 / 98

ডি-ডোর সঙ্গে সংশ্লিষ্ট-

84 / 98

বয়স্ক ভাতার অন্তর্ভুক্ত-

85 / 98

‘রোসাটম’ যে দেশের জাতীয় পরমাণু সংস্থা-

86 / 98

মানবাদিকর যে ধরনের অধিকার-

87 / 98

ইতিহাসের উৎস নয়?

88 / 98

‘আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি।’ উক্তিটি করেন-

89 / 98

কোনো বস্তুর ওজন যে অঞ্চলে সবচেয়ে বেশি হয়-

90 / 98

---- কোনো অপারেটিং সিস্টেম নয়-

91 / 98

ইমরুল কায়েস একজন-

92 / 98

সর্ব প্রথম পরীক্ষঅমূলকভাবে ইন্টারনেট চালু হয় যে বিশ্ববিদ্যালয়ে-

93 / 98

যুক্তিবিদ্যার জনক?

94 / 98

কনফুসিয়াস ছিলেন-

95 / 98

হুদায়বিয়ার সন্ধির লেখক-

96 / 98

ইভিএম-এর ‘ই’ অংশের পূর্ণরূপ-

97 / 98

টুইটার হলো-

98 / 98

‘Polis’ শব্দটির অর্থ-

Your score is

The average score is 13%

0%

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *