?> একচেটিয়া বাজার: একচেটিয়া বাজার কী  ও একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য
একচেটিয়া বাজার কী  ও একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য

একচেটিয়া বাজার: একচেটিয়া বাজার কী  ও একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য

একচেটিয়া বাজার (Monopoly Market): একচেটিয়া বাজার কী  ও একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য

Monopoly = Mono (এক) + Poly (বিক্রেতা) অর্থাৎ এক বিক্রেতার বাজার (যে বাজারে একজন মাত্র উৎপাদনকারী ও অসংখ্য ক্রেতা থাকে এবং দ্রব্যের মূল্যের ওপর বিক্রেতার আধিপত্য বিদ্যমান থাকে তাকে একচেটিয়া বাজার বলে। অর্থনীতিবিদ, এ. কুটসোয়ানিস এর মতে, “একচেটিয়া বাজার হচ্ছে এমন একটি বাজার কাঠামো যেখানে একজন বিক্রেতা থাকে, উৎপাদিত দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তক থাকে না এবং বাজারে প্রবেশে বাধা বিদ্যমান।

 অর্থনীতিবিদ স্টিপলার-এর মতে, “একচেটিয়া কারবার এমন একটি দ্রব্যসামগ্রীর উৎপাদক প্রতিষ্ঠান যার কোনো নিকট পরিবর্তক দ্রব্য নেই।”

আর. জি. লিপসির মতে, একচেটিয়া হলো একটি শিল্প।

অধ্যাপক চেম্বারলিন (Prof. Chamberlin)-এর মতে, “যে সকল  বাজারে  পণ্য বা সেবার ওপর বিক্রেতার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে তাকে একচেটিয়া বাজার বলে।”

 

 একচেটিয়া বাজার এর বৈশিষ্ট্য: একচেটিয়া বাজারে যে সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় সেগুলো নিম্নরূপ:

১. একক উৎপাদক প্রতিষ্ঠান বা বিক্রেতা: একচেটিয়া বাজারে সংশ্লিষ্ট দ্রব্যের কেবল একজন উৎপাদনকারী বা বিক্রেতা থাকে। এ কারণে দ্রব্যের যোগান অথবা দামের ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে।

২. নিকট বিকল্প দ্রব্যের অনুপস্থিতি: একচেটিয়া বাজারে যে দ্রব্য সেবা ক্রয়-বিক্রয় হয় তার ঘনিষ্ঠ পরিবর্তক দ্রব্য সেবা থাকে না। ফলে একচেটিয়া কারবারি দ্রব্য সেবার দাম অথবা যোগানের ওপর একক প্রাধান্য বিস্তার করে।

৩. দাম অথবা যোগান নিয়ন্ত্রণ: একচেটিয়া কারবারি ইচ্ছা অনুযায়ী দ্রব্য সেবার দাম অথবা তার যোগান নিয়ন্ত্রণ করতে পারে। তাই এ বাজার দাম সৃষ্টিকারী (price maker) বাজার। তবে সে একই সঙ্গে উভয় বিষয় নিয়ন্ত্রণ করতে পারে না।

৪. বাজারে প্রবেশের পথে বাধা: এ বাজারে যেহেতু কেবল একজন উৎপাদনকারী বা বিক্রেতা থাকে সেহেতু এখানে সনতুন কোনো প্রতিযোগীর প্রবেশ কিংবা বাজার ছেড়ে চলে যাওয়ার প্রশ্ন উঠে না।

৫. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য না থাকা: একচেটিয়া বাজারে বিক্রয়যোগ্য দ্রব্যটি কেবল একটি ফার্ম দ্বারা উৎপাদিত  হয়। এজন্য এখানে ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য থাকে না।

৬. বিজ্ঞাপনের অনাবশ্যকতা: একচেটিয়া কারবারির কোনো প্রতিযোগী প্রতিষ্ঠান না থাকার কারণে প্রতিযোগিতামূলক  বিজ্ঞাপনের জন্য কোনো ব্যয় বহন করতে হয় না। 

৭. বিজ্ঞাপন ব্যয় নেই: বিক্রেতা বা উৎপাদনকারীকে বিজ্ঞাপনের জন্য ব্যয় করতে হয় না। তবে জনস্বার্থে তথ্যমূলক বিজ্ঞাপনের জন্য কিছু পরিমাণ অর্থ ব্যয় করতে হয়।

৮. মুনাফা: এ কারবারে প্রতিদ্বন্দ্বী না থাকায় ইচ্ছামতো দ্রব্যমূল্য নির্ধারণ করে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে।

৯. নিম্নগামী গড় আয় বা চাহিদা রেখা: একচেটিয়া বাজারে কম দামে বেশি বিক্রয় অথবা বেশি দামে কম পণ্য সেবা বিক্রয় করা যায়। এ বাজারে তাই দ্রব্যের গড় আয় (AR) বা চাহিদা (D) রেখা ডানদিকে নিম্নগামী হয় এবং প্রান্তিক আয় (MR), গড় আয় থেকে কম হয়। অর্থাৎ AR = D হয় এবং MR <AR হয় ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *