বাজার (Market), বাজার ধারণা: বিস্তৃত বাজারের শর্তাবলি বা বাজারের আয়তন নির্ধারক (Concept of Market: Conditions of Extended Market)
বাজার ধারণাটি কতিপয় উপাদান যথা স্থান, কাল, সময়, দুই বা ততোধিক পক্ষ বিপক্ষ স্তথা চাহিদা ও যোগান শক্তির ক্রিয়া প্রতিক্রিয়ার মিলনস্থল। বাংলাদেশে বিভিন্ন ধরনের বা*জা*র রয়েছে। জানুয়ারি মাসের কোনো এক শনিবার কাপাসিয়া বাজারে কৃষক আলফাজ ১ মণ ধান বিক্রির জন্য নিয়ে আসেন। বাজারে বহু ক্রেতার মধ্যে পরকষাকষির মাধ্যমে মি. হাছান ১ মণ ধান ৮০০ টাকায় কিনে নেন।
শান্তা ইসলাম একজন চাকরিজীবী। তিনি জানুয়ারি মাসে কারওয়ান বাজারে তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী- চাল, ডাল, তেল, চিনি, লবণ, মাছ, মাংস ও তরিতরকারি ইত্যাদির দাম যাচাই করে বিভিন্ন বিক্রেতার নিকট থেকে নগদ টাকায় এসব দ্রব্যসামগ্রী ক্রয় করলেন।
দুটি উদাহরণে লক্ষ করা যায়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে, এক বা একাধিক দ্রব্য, দরকষাকষির মাধ্যমে দুপক্ষ ক্রেতা,বিক্রেতা, চাহিদা ও যোগান পরস্পরবিরোধী দুটি শক্তির মাধ্যমে ক্রয়-বিক্রয় সম্পন্ন করেছে। সাধারণত বা*জা*র বলত এমন একটি স্থানকে বোঝায়, যেখানে নিয়মিত দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় হয়। কিন্তু অর্থনীতিতে এমন স্থানকে বাজার হিসেবে আখ্যায়িত করা হয় না। অর্থনীতিতে বা*জা*র বলতে একটি নির্দিষ্ট পণ্য সেবার ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ দরকষাকষির মাধ্যমে নির্ধারিত দামে পণ্য সেবার ক্রয়-বিক্রয় হওয়াকে বোঝায়। যেমন- ধান, পাটের বাজার, সবজির বাজার, কলম ও বই-খাতার বা*জা*র , সোনার বা*জা*র , শেয়ার বা*জা*র , শ্রম বা*জা*র ইত্যাদি।
অধ্যাপক চ্যাপম্যান বলেন, বা*জা*র বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং এক বা একাধিক দ্রব্যকে বোঝায়, যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ প্রতিযোগিতার মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয়-বিক্রয় হয়।” ফরাসি অর্থনীতিবিদ কুর্নট-এর মতে, অর্থনীতিবিদগণ বা*জা*র শব্দ দ্বারা দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয়ের নির্দিষ্ট স্থানকে বোঝায় না বরং যেকোনো অঞ্চলের সমগ্রকে বোঝান, যেখানে ক্রেতা ও বিক্রেতার অবাধ সংযোগের মাধ্যমে দ্রব্যের মূল্য সহজে ও দ্রুততার সাথে সমান হওয়ার প্রবণতা দেখায়।
বাজার এর অপরিহার্য শর্তসমূহ হলো:
১. একটি নির্দিষ্ট সময়।
২. ক্রয়-বিক্রয়যোগ্য এক বা একাধিক দ্রব্য বা সেবা।
৩. দ্রব্যের ক্রেতা ও বিক্রেতা।
৪. দ্রব্যটি ক্রয়-বিক্রয়ের জন্য একাধিক অঞ্চল থাকতে পাবে।
৫. ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে নির্দিষ্ট দামের
উদ্ভব। সুতরাং, একটি নির্দিষ্ট সময়ে এবং দামে ক্রেতা-বিক্রেতার মধ্যে কোনো দ্রব্য বা সেবার দরকষাকষির মাধ্যমে বা দরকষাকষি ছাড়া যে পরিবেশের উদ্ভব হয় তাকে বা*জা*র বলে।
বাজার ধারণা: বিস্তৃত বাজারের শর্তাবলি বা বাজারের আয়তন নির্ধারক (Concept of Market: Conditions of Extended Market):
১. চাহিদার প্রকৃতি: যে দ্রব্যের চাহিদা বিশ্বব্যাপী, তার বাজারও প্রসারিত হবে। যেমন- স্বর্ণের বা*জা*র । আবার যে দ্রব্যের চাহিদা কম তার বাজার সংকীর্ণ। যেমন— চট্টগ্রামের শুঁটকি মাছের বা*জা*র ।
২. যোগানের প্রকৃতি: চাহিদা হলে যোগানের প্রাচুর্য অধিক হবে। অন্যথায় বা*জা*র বিস্তৃতি লাভ করবে না। যেমন- যুক্তরাষ্ট্রে প্রচুর গম উৎপন্ন হয় বলেই বিশ্বের সব দেশেই তার যোগান দেয়া সম্ভব হয় ।
৩. চাহিদা ও যোগানের প্রকৃতি: চাহিদা ও যোগান যদি সীমিত হয় তাহলে বা*জা*র সংকীর্ণ হবে। কিন্তু যদি চাহিদাও যোগান দীর্ঘকালীন হয়, তাহলে বাজার প্রসারিত হবে।
৪. দ্রব্যের স্থায়িত্ব: যেসব দ্রব্য টেকসই ও স্থায়ী তাদের বাজার বিস্তৃত হয়। কিন্তু যদি পণ্য অস্থায়ী ও ভঙ্গুর হয় তাহলে বাজার সংকীর্ণ হতে বাধ্য। যেমন- দুধ, মাছ, শাকসবজির বা*জা*র সংকীর্ণ। কিন্তু লোহা, পাট, তুলা, স্বৰ্গ কাপড়ের বাজার বিস্তৃত।
৫. বহনযোগ্যতা: যে দ্রব্য সহজে বহনযোগ্য সেসব পণ্যের বা*জা*র বড় এবং যেসব দ্রব্যের বহনযোগ্যতা সহজ নয় সেসব দ্রব্যের বাজার ছোট।
৬. সহজ পরিচিতি ও বিভাজ্যতা: উৎকৃষ্ট গুণের দ্রব্য আন্তর্জাতিক সুখ্যাতি অর্জন করলে তার বাজার প্রসারিত হয়। দ্রব্যের অংশ বিশেষ নমুনাস্বরূপ আন্তর্জাতিক বাজারে প্রেরণ করে চাহিদা আকর্ষণীয় করা যায়।
৭. শ্রেণিবিভাগ ও নমুনাকরণ: যে সব দ্রব্য গুণাগুণ অনুসারে শ্রেণিবিভাগ ও নমুনাকরণ করা যায় তাদের বাজার বিস্তৃত হয়। অন্যদিকে, যেসব পণ্যের শ্রেণিবিভাগ ও নমুনাকরণের অভাব রয়েছে, সেসব পণ্যের বা*জা*র সংকীর্ণ হয়।
৮.পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থা: দ্ৰব্য সহজে দেশবিদেশে প্রেরণ করার জন্য পরিবহণ ও যাতায়াত ব্যবস্থা থাকতে হবে। ডাক, টেলিগ্রাফ, টেলিফোন ইত্যাদি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলো উন্নত হলেও বা*জা*র বিস্তৃত হয়।
৯. শান্তি ও নিরাপত্তা: দেশের ভিতরে ও বাইরে শাস্তি ও নিরাপত্তা বজায় থাকলে দ্রব্যসামগ্রীর আদানপ্রদান অবাধ হয়। এতে বাজারের বিস্তৃতি ঘটে। যুদ্ধের সময় শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হলে বা*জা*র সংকীর্ণ হয়।
১০. সরকারের বাণিজ্য নীতি: সরকারের বাণিজ্য নীতি সহজ ও উদার হলে বাজার সম্প্রসারিত হয়, কিন্তু যদি হস্তক্ষেপ করে, তাহলে বাজার সংকীর্ণ হয়।
১১. আর্থিক নীতি: সরকার সহজ আর্থিক নীতি গ্রহণ করলে ব্যবসার প্রসার হয় বলে বা*জা*র বিস্তৃত হয়। কিন্তু যদি আর্থিক নীতির কারণে বিনিয়োগ হ্রাস পায়, তাহলে বা*জা*র সংকুচিত হয়।
১২. শ্রমবিভাগ: শ্রমবিভাগের ফলে অতিমাত্রায় উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খরচ হ্রাস পায়। ফলে বা*জা*র সম্প্রসারিত হয়।
১৩. প্রচারণা: বিজ্ঞাপন ও প্রচারের ব্যবস্থা থাকলে বা*জা*রবিস্তৃত হয়। কিন্তু প্রচার ও বিজ্ঞাপনের ব্যবস্থা না থাকলে বাজার সংকীর্ণ হয়।
এসব বিষয়গুলো বাজারের আয়তনকে প্রভাবিত করে থাকে। যদি শর্তসমূহ বাজারের পক্ষে থাকে তাহলে বাজার সম্প্রসারিত হয়, কিন্তু যদি বিপক্ষে থাকে তবে বা*জা*র সংকুচিত হয় ।